Pages

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

সু-খবর সু-খবর সু-খবর সু-খবর

ব্যস্থতা সবার থাকবে, আমারও আছে।  কিন্তু এর মাঝেই আমাকে অনেক কষ্ট করে আপনাদের আমার সকল জ্ঞান শেয়ার করতে হবে। তবে আমি অতি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রাফিক্স এর কাজ।
তবে তার জন্য আপনাদের কে আমার আরেকটি ব্লগ থেকে ভর্তির ফরম ডাউনলোড করে তা পূরণ করে পূণরায় আমার কাছে পাঠাতে হবে। এছাড়ও এম এস ওয়ার্ড শুরু থেকে শেষ পর্যন্ত এবং অন্যান্য যা কিছু আছে সবই আপনারা পাবেন। তবে ধৈর্য হারা হবেন না। আমি জানি অনেকেই আছেন গ্রাফিক্স শিখতে আগ্রহী। আমি ছোট ছোট পোষ্ট দিয়ে আপনাদের সব শিখাবো। তবে শর্ত একটাই ভর্তির ফরম পূরণ করে ছবি সংযোগ করতে হবে। যাতে করে কোন দিন আমার ব্লগের সকলকেই আমি নির্দিষ্ট একটি জায়গায় ডাকতে পারি। সকলকেই একসাথে দেখতে পারি। যদি রাজি থাকে, তবে মন্তব্য করে অথবা মোবাইলে রিং করে  এবং ই-মেইল করে জানাতে পারেন। যারা ভর্তি ফরম পূরণ করবেন। যদি তাদের সংখ্যা কম হয় তবে তাদের ই-মেইলে পাঠিয়ে দিব। ধন্যবাদ

৫টি মন্তব্য:

  1. রাজি আছি ভাই, কি কি করতে হবে শুধু বলে যাবেন, করার দায়িত্ব্য আমাদের|

    উত্তরমুছুন
  2. বন্ধু, আমি রাজি.......... কি করতে হবে যদি বলেন................

    উত্তরমুছুন
  3. মুহাম্মদ আসাদুজ্জামান সেলিম৪ এপ্রিল, ২০১২ এ ৬:৪৩ PM

    আমিও রাজি কিন্তু ফরম কোথায় পাব, কিভাবে পুরন করব জানালে বাধিত হব।।

    উত্তরমুছুন
  4. আমি অপেক্ষায় আছি এবং থাকবো।

    উত্তরমুছুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com