রি-কভারী করুন যে কোন ফাইল (মেমোরি কার্ডও রি-কভারী করা যায
আমরা সাধারণত যে কোন ফাইল ডিলিট হয়ে গেল ভাবী তা আর কখনও পাওয়া যাবে না। কিন্তু কথাটা আসলে ঠিক নয়। কারণ হার্ডুডিক্স একটি ম্যামোরি তাই...
http://total-sw.blogspot.com/2011/10/blog-post_1260.html?m=0
আমরা সাধারণত যে কোন ফাইল ডিলিট হয়ে গেল ভাবী তা আর কখনও পাওয়া যাবে না। কিন্তু কথাটা আসলে ঠিক নয়। কারণ হার্ডুডিক্স একটি ম্যামোরি তাই অধিকাংশ ফাইল এই মেমোরিতে থাকে । তাই বলে ফাইল ডিলিট হয়ে গেলে হার্ড ডিক্সে থাকে। কারণ প্রত্যেকটি হার্ড ডিক্সে তিনটি করে প্লেট থাকে আবারও কোনটিতে ৪টি প্লেট থাকে আপনারা হয়ত লক্ষ করবেন যে স্কেন ডিক্স হবার সময় স্টেজ ১ স্টেজ 2 স্টেজ 3 স্টেজ 4 করে দেখায় । যাই হোক আপনার ফাইল ডিলিট করলে তা কোন কোন স্টেজ এ রয়েে যায়। তা যদি রি-কোভারী করতে পারেন। এই রকম সফট হল রিকুভা http://www.filehippo.com/download_recuva/
ডাউনলোড করে দিন। তারপরে সেট আপ করুন এবং চালূ করুন। নিচের ছবি দেখুন 
নেক্সট এ ক্লিক করুন।

এখানে আপনি ৭ ধরনের আইটেম পাবেন । এখানে আপনি যা খুজতে চান তা ক্লিক করুন। তবে কোন সফট বা তার ইএসই খুজতে হলে আদার এ ক্লিক করে

এখানে আপনি দেখাবেন যে কোন জায়গার ফাইল আপনি খুজতে হবে । কারণ এই সফট তো আর জানে না আপনি কোন জায়গার ফাইল খুজতে হবে। ছবি দেখে ই বুঝতে পারছেন যে কি করতে হবে। তবে কোন ড্রাইভ এ খুছতে হলে ইন এ স্পেসাল লোকেশন এ ক্লিক করে (একদম নিচে ) এখানে ক্লিক করে ব্রাউজ এ ক্লিক করে আপনার লোকেশন দেখান । তারপরে নেক্সট এ ক্লিক করুন।

তারপরে ডিপ এ ক্লিক করে নেক্সট এ ক্লিখ করুন্

এখানে প্রসেসিং করা শেষ হলে নিচের ছবি আসবে

এখানে আপনার প্রয়োজনীয় ফাইল গুলো দেখতে পাবেন আপনি যদি সব রি-কোভারী করতে চান তাহলে কণ্ট্রোল +এ চাপুন এবং কিবোর্ড থেকে স্পেস চাপুন তাহলে সব ঠিক চিহ্ন আসবে । তবে আপনি যদি উল্লেখ যোগ্য কিছু চান তাহলে তা ক্লিক করুন। সবশেষে রিকোভারী তে ক্লিক করে কোন জায়গায় রাখবেন তা সিলেক্ট করুন। রিকোভারী শেষ হলে ক্লোজ করে দিন। এবং দেখুন আপনার সব ফাইল চলে এসেছে ।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com