যে কোন ওয়েব সাইট, ইয়াহু, জিমেইল ফেসবুকে বাংলা লিখুন পানির মত নির্ভুল বানান
বর্তমানে ইংরেজী ওয়েব সাইটের পাশাপাশি বাংলা ওয়েব সাইটের ছড়াছড়ি। অনেক কিছু জানা ও শিখতে গেলে বাংলার বিকল্প কিছূই নেই। বর্তমানে সব বাংলা ওয়েব ...
http://total-sw.blogspot.com/2012/03/blog-post_06.html?m=0
বর্তমানে ইংরেজী ওয়েব সাইটের পাশাপাশি বাংলা ওয়েব সাইটের ছড়াছড়ি। অনেক কিছু জানা ও শিখতে গেলে বাংলার বিকল্প কিছূই নেই। বর্তমানে সব বাংলা ওয়েব সাইটের বাংলা ফন্ট গুলো ইউনিকোড ভিত্তিক। তাই লিখতে গেলে বানান ভুল হয় কিছুটা। যা পড়তে গেলে অনেক বিরক্ত লাগে। এছাড়াও আপনি চাইলে আপনার প্রয়োজনীয় মনের কথা গুলো বাংলায় লিখে সরাসরি মেইল করতে পারেন।
অথবা ফেসবুকে চ্যাট করতে পারেন খুব সহজে এবং বানান হবে নির্ভূল। যাতে করে যে পড়বে তার যেন কোন সমস্যা না হয়। এটি কোন সফটওয়্যার না।
এটি এস এম মাহবুব র্মুশদে, অরূপ কামাল ভাইদরে তৈরী করা ওয়েব সাইটটিকে কাজে লাগালাম।এটি নেট ছাড়া ব্যবহার করা যায়। আমি এটি ব্যবহার করি। তাতে করে আপনার অনেক সময় বাচবে। আপনি মাধা ঠান্ডা করে এম এস ওয়ার্ডে টপিক লিখে তা যে কোন ব্লগে ব্যবহার করতে পারেন। কপি পেষ্ট করে ছেড়ে দিলে হবে। অনেক সময় বাচবে। বাসায় বসে টপিক লিখবেন আর সাইবার ক্যাফেতে বসে পোষ্ট করবেন। একবার ব্যবহার করে দেখেন যদি ভাল লাগে ধন্যবাদ দিয়েন । তবে অনেকে হয়তবা এটা ব্যবহার করে অন্য মাধ্যমে তবে অভ্র কনভার্টার দিয়ে অনেকেই করে এতে করে অভ্র থাকতে হবে। আবার যাদের অভ্র নেই তারা সরাসরি নেট থেকে কনভার্ট করে । কিন্ত যাদের বাসায় নেট নেই+অভ্র নেই তারা কি করবে ।তাদেরও তো ইচ্ছা হয় মন খুলে লিখতে তাই সকলের কথা মাথায় রেখে আমার এই বুদ্ধি বের করা যাই হোক আগে ডাউনলোড করুন-Bangla Converter 
তারপরে converter.php.htm ফাইলটি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করুন। ওপেন করার পরে নিল রং এর মত রেখা এলে তাতে মাউসের রাইটবাটন ক্লিক করে আমার ছবির মত 

আসলে তাতেAllow Blocked Content এ ক্লিক করুন তার পরে ইয়েছ এ ক্লিক করুন এবার আপনার লেখা বিজয় ফন্টগুলো কপি করে নিচের বক্সে পেষ্ট করুন। তারপরে কনভার্ট ইউনিকোড এ ক্লিক করুন। দেখবেন কনভার্টার হয়ে উপরের বক্সে চলে এসেছে। আপনি চাইলে এখন উপরের বক্স থেকে কপির করে সরাসরি টপিক এর ভিতরে পেষ্ট করুন। আর মজা দেখুন । কষ্ট করে ঘন্টার পর ঘন্টার অফিসে বসে বসের চোখ ফাকি দেবার দরকার নেই। বাসায় বসে লিখুন আর পোষ্ট করুন। বেশি বেশি করে জ্ঞান দান করুন।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com