Pages

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১২

৩০ পারা কুরআন শরীফ(এমপিথ্রি ফরম্যাট) ১১৪ টি সূরা-পর্ব-8

সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আশা করি আপনারও আল্লাহর রহমতে ভাল আছেন। একদিন সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আপনি যে মারা যাবেন সাথে কিছূই যাবে না। যাবে শুধু আপনার প্রকৃত ইমাণ।
তাই প্রত্যেকটি ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে জীবন যাপন করতে তা সবই আছে এই পবিত্র কুরআন শরীফে। আমার মতে প্রত্যেক ব্যক্তিরই উচিত প্রত্যেক দিন পবিত্র কুরআন তেলাওয়াত করা।  পবিত্র রমজান মাসে সম্পূর্ণ কুরআন শেয়ার করার লক্ষ্যে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা আগের সবগুলো ডাউনলোড করেছে। এবার আরো ১০টি সহ অর্থাৎ ৮০টি ডাউনলোড করে নিন -


আশাকরি সবগুলো ডাউনলোড করেছেন। বাকীসূরা গুলোর ডাউনলোড লিংকও পেয়ে যাবেন।

যারা নিয়মিত আমার ব্লগে আসতে পারেন না। তারা চাইলে আমার ব্লগের ফ্রি মেম্বার হতে পারেন। ফ্রি মেম্বার হবার ও নিয়ম জানার জন্য এইখানে ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com