Pages

বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৩

আসুন ফটোসপ দিয়ে বিজ্ঞাপনের ছবি তৈরী


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভালই আছি। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে একটি ছবিকে ফটোশপ দিয়ে বিজ্ঞাপনের ছবি হিসেবে ব্যবহার করা যায়। এই জন্য ফটোসপে যে টুলটি ব্যবহার হবে তাকে বলে হিসটোরি টুল।
এই জন্য সর্বপ্রথম ফটোসপ ওপেন করুন। নিচে দেয়া ছবিটি আগে ডাউনলোড করে নিন পরে ফটোশপের সাহায্যে ওপেন করুন।
তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
মেনুবারথেকৈ কমান্ড দিন-Image>Mode>Grayscale-
তাহলে ছবিটি কালো হবে।দেখতে ঠিক নিচের ছবির মত হবে
এবার পুনরায় একই কমান্ড দিন- Image>Mode>RGB- এতে করে ছবিটির কোন পরির্বতন আসবে না।
 দেখতে আগরে মতই হবে। 
 
কিন্তু আসল কাজটি এখন করব। এবারটুলবার থেকে History Brush Tool টি সিলেক্ট করেন। নিচের ছবিটি লক্ষ করুন-
 এবার খুব সাবধানে ছবিটির গায়ে যে অলংকার আছে তাতে ক্লিক করে ঢলা দিন। মানে হলো মাউসের ক্লিক চেপে ধরে কালো রঙটি মুছার জন্য চেষ্টা করেন। তবে গায়ের রং এ কোন প্রকার মাউসের টাচ না লাগে। দেখতে কিছুটা আমার ছবির মত হবে।
 এবার সাবধানে সব গুলো অলংকারে ঘষতে থাকুন। দেখবেন অলংকার গুলো কালার আর মেয়েটি কালো হয়েছে।
 এটি একটি জুয়েলার্স এর বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারেন।
আশা করবো সবার ভালো লেগেছে। যারা এখন পর্যন্ত আমার ব্লগের ফ্রি মেম্বার হন নাই তারা অতি তাড়াতাড়ি ফ্রি মেম্বার হবার জন্য অনুরোধ রইল। 




২টি মন্তব্য:

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com