বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছে। আমি আল্লাহর
রহমতে ভাল আছি। বর্তমান সময়টা হচ্ছে ডিজিটাল সময়। তাই তো আগের থেকে অনেক উন্নত
হয়েছে। এখন অধিকাংশ ভর্তি হয় অনলাইনে। যাই হোক এখন আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি
ক্লাস ৮ এর বোর্ড বই। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। তবে যারা ৮ এ পড়ে তাদের যেন এই
বই দেখে দেখে পড়তে না দেয়া হয়। কারণ এ গুলো তো
পিডিএফ ফরম্যাট যা কিনা কম্পিউটার
ছাড়া চলবে না। তখন দেখা যাবে পড়ার নাম করে অন্য কিছু করছে। কি-বোর্ড থেকে বাটন
টিপলেই সব গায়েব। বাবা-মা বুঝবে আমার ছেলে কত পড়াকু। সময় নষ্ট না করে তারাতারি বই
গুলো ডাউনলোড দেন, তা না হলে অন্য কেউ নিয়ে নিতে পারে।
উপরের লিংক যদি কাজ না করে তাহলে সরাসরি ডাউনলোড করতে ক্লিক করুন-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com