বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হতে যাচ্ছে এইচ. এস.সি পরীক্ষা। আশা করব সবার প্রস্তুতি খুবই ভালো। পরীক্ষা এই কয়টাদিন কম্পিউটার ব্যবহার থেকে দূরে থাকবেণ। পরীক্ষা শেষ হলে আমার শুরু করবে।
নিয়মিত পড়াশুনা আর খাওয়া ঠিক রাখবে। কখনই মনে ভিতরে নকল করে পাশ করার চিন্তা করবে না। পরীক্ষা হলে প্রশ্ন হতে পেয়ে কখন লাফালফি করবে না। যেই প্রশ্নটা তোমার কাছে সহজ বলে মনে হবে। আগে ঠিক সেই প্রশ্নটা লিখবে। কখন সব প্রশ্ন কমন পেয়েছে ভেবে বেশি উত্তেযিদ হবে না। এতে করে সব কিছু ভূলে যেত পার। যাহইকো সবশেষে তোমাদের জন্য এইচ. এস.সি পরীক্ষার রুটিন এর ডাউনলোড লিংক দিলাম। আশা করি সংগ্রহে রাখবা-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com