Pages

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৩

আসুন অজানা সিমের নাম্বার জেনে নেই

বিসমিল্লাহি রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি।আজকে আমি আপনাদের শিখাব কিভাবে সিমের নাম্বার বের করতে হয়। অনেক সময় দেয়া যায় যে আপনার ব্যবহার করা সিম অনেক দিন পরে থাকে। আবার কখন বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে তো আপনি আপনার সিমের নাম্বার ভুলে জান। তাই আপনাদের কথা মাথায় রেখেই আমার আজকের এই টিউন। নিচের পদ্ধতি গুলো অনুসরন করুন
তাহলে আপনার অজানা সিমের সব নাম্বার জানতে পারবেন।


১. গ্রামীণফোনের নম্বর দেখার জন্য  ডায়াল করুন *2#






২. বাংলালিংকের  নম্বর দেখার জন্য  ডায়াল করুন *511#




৩. রবির নম্বর দেখার জন্য ডায়াল  করুন *140*2*4#



 

৪. এয়ারটেলের নম্বর  দেখার জন্য  ডায়াল করুন *121*6*3#




 


৫. টেলিটকের নম্বর  দেখার জন্য মেসেজ  অপশনে গিয়ে লিখুন  TAR এবং পাঠিয়ে দিন 222 নম্বরে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com