> ডাউনলোড করা ভিডিও/জিপ/আইএসও ফাইলগুলো একটি ফাইল করা | আজমলের ব্লগ
Loading...

ডাউনলোড করা ভিডিও/জিপ/আইএসও ফাইলগুলো একটি ফাইল করা

ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন সারা দুনিয়ার সব খবরা খবর নিতে পারি। এর পাশাপাশি আনন্দ বিনোদন তো আছেই। এই নেটের দুনিয়া মুভির...

ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন সারা দুনিয়ার সব খবরা খবর নিতে পারি। এর পাশাপাশি আনন্দ বিনোদন তো আছেই। এই নেটের দুনিয়া মুভির কোন শেষ নেই। যে যেরকম মুভি পছন্দ করে সে সেধনের মুভি ডাউনলোড করে। কিন্তু সমস্যা দাঁড়ায় যখন হিন্দি, ইংলিশ, বাংলা বা অন্য কোন মুভির ফাইলের সাইজ অনেক বড় হয়। যেমন ৭০০, ৮৪০ এমবি এই জাতীয়। তবে কেউ কেউ এই সাইজ কে তিন বা চারটা পার্ট করে নেটে আপলোড করে দেয়। পরে সেই পার্টগুলো একটি একটি করে ডাউনলোড করতে হয়। এতে করে যা সুবিধা হয়,
তা হলো একটি একটি পার্ট ডাউনলোড করলে অল্প সময় লাগে। আর যদি একটি বড় ফাইল হয় তাহলে অনেক সময় লাগে অনেক ক্ষেত্রে দেখা যা যে বিদ্যু চলে গেছে। এর ফলে সেটি অনেক সময় রি-জুম সার্পোট করে না। এই জন্য পাট পাট করে দিলে ভাল হয়। কিন্তু পার্ট পার্ট ডাউনলোড করার পরে তো সেগুলোকে একটি ফাইলে পরিণত করতে হবে। তা না হলে সেই মুভিটি/জিপ/আইএসও  দেখতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো জয়েন্ট করা। আমি নেট থেকে একটি বুটেবল সিডি ডাউনলোড করেছি নিচে তার ছবি
প্রথমে এখান থেকে সফটটি ডাউনলোড করে নিন। তারপরে জিপ করা ফাইলটি আন-জিপ করেন।  
করার পরে hjsplit নামক একটি ইএক্সই ফাইল পাবেন। ওটাতে ডবল ক্লিক করুন। এর ফলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
যেহেতু আমরা কয়েক পার্ট করা ভিডিও/জিপ/আইএসও ফাইলকে একটি ফাইলে পরিণত করব, আমি একটি আইএসও ফাইলকে জয়েন করব। তাই জয়েন বাটনে ক্লিক করুন। 
তারপরে নিচের একটি ছবি আসবে।
 এখানে  আপনি সেই পার্ট করা আইএসও ফাইলগুলোর মধ্যে প্রথম ফাইলটিকে দেখতে পাবেন তাতে ক্লিক করে ওপেন ক্লিক করুন। 
আপনি যদি মনে করেন আপনার জয়েন করা ফাইলটি একটি ফাইলে পরিণত হয়ে ওই ফোল্ডারে থাকবে তাহলে স্টাট ক্লিক করুন অথবা অন্য কোথায় সেভ করতে চাইলে আউটপুট ক্লিক করে লোকেশন পরিবর্তন করে দিন। যাইহোক আমি ওই ড্রাইভে রাখলাম। এবার স্টার্ট ক্লিক করুন তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। 
 এখানে ১০০ পার্সেন্ট পূরণ হবে। সম্পূর্ণ শেষ হলে নিচের ছবিটি দেখতে পাবেন। 

ওখানে ওকে ক্লিক করুন। তারপরে ক্লোস ক্লিক করুন এবং সর্বশেষ এক্সজিট ক্লিক করুন। এবার আপনার আউটপুটে দেখানো লোকেশন মত যান

 গিয়ে দেখুন অন্য সব ফাইলের মাঝে আপনার জয়েন্ট করা ফাইলটি রয়েছে।  

 বিঃ দ্রঃ অনেক সময় জিপ ফাইল আন জিপ করলে তা এক হয়ে যায়। কিন্তু ভিডিও বা আইএসও ফাইল কয়েকটি পার্ট করা থাকলে তা এই ভাবে এক করতে হয়। আশা করি টিউনটি আপনাদে ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে তাহলে মন্তব্য করে জানাবেন। 
 
টিউটোরিয়াল 4402318963149510023

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter