> মাদার বোর্ডের ড্রাইভার ব্যাকআপ রাখূন (সেটআপ করা ফাইল) | আজমলের ব্লগ
Loading...

মাদার বোর্ডের ড্রাইভার ব্যাকআপ রাখূন (সেটআপ করা ফাইল)

আমরা সাধারণত উইন্ডোজ সেট আপ করার পরে মাদার বোর্ড এর সিডি সেট আপ করি।

আমরা সাধারণত উইন্ডোজ সেট আপ করার পরে মাদার বোর্ড এর সিডি সেট আপ করি।
কিন্তু অনেক সময় দেখা যায় যে সিডি টি নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে নতুন করে উইন্ডোজ সেটআপ করার পরে সাউন্ড, এজিপি, আইএনএস সহ আরো কিছু প্রয়োজন হয়। এর সাথে রয়েছে প্রিন্টার , স্কেনার, যাইহোক এগুলোর সিডি অনেক সময় হারিয়েও যায়। তখন কিছু করার থাকে না। এই সমস্যা থেকে বাচতে হলে আপনার প্রয়োজন ফ্রি ডবল ড্রাইভার সফট ।
http://azmol.fileave.com/dd200.zip
ছবি
http://www.google.com/#hl=en&source=hp& ... 7d66af7e51
ডাউনলোড করে সেট আপ করুন এবার ফাইল এর নিচে স্কেন এ ক্লিক করুন। সিলেক্ট এ ক্লিক করে অলএ ক্লিক করুন তারপরে ব্যাক্পক এ ক্লিক করে ব্রাউজ এ ক্লিক করে একটি ফোল্ডার তৈরী করুন অথবা যেখানে রাখতে চান সেখানে রাখুন তারপরে ওকে ক্লিক করে ওকে ক্লিক করুন। তারপরে আপনার ড্রাইভার ব্যাকআপ শুরু হয়ে যাবে।
তারপরে ব্যাকআপ কম্পিলিট হবে এবং ক্লোস বাটন আসেব এবং আপনার ফোল্ডারটি ওপেন হবে।
এবার আসুন রি-স্টোর করা
ব্যাকআপর এর পাশে রি-স্টোর অপশন আছে ক্লিক করুন। এবং লোকেট এ ক্লিক করে আপনার ব্যাকআপ রাখা ফোল্ডার টি দেখিয়ে দিন। ওকে ক্লিক করুন এবং রি-স্টোর এ ক্লিক করুন আপনার কাজ ‍হয়ে যাবে। ধন্যবাদ
টিউটোরিয়াল 6003300511725418449

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter