> Antivirus Collection(এন্টিভাইরাস কালেকশন) | আজমলের ব্লগ
Loading...

Antivirus Collection(এন্টিভাইরাস কালেকশন)

আমি আপনাদের দেখাবো কিভাবে এন্টিভাইরাস সেটআপ করতে হয় । তবে এই ব্যাপারে অনেকে জানেন আবার কেউ কেউ জানেন না।

আমি আপনাদের দেখাবো কিভাবে এন্টিভাইরাস সেটআপ করতে হয় । তবে এই ব্যাপারে অনেকে জানেন আবার কেউ কেউ জানেন না।
তবে যারা জানেনা, তারা এই সাইডের মাধ্যমে জানতে পারবে এবং খুব সহজেই এন্টিভাইরাস সেটআপ করতে পারবে। আমরা অনেকেই আছি যারা কিনা কম্পিউটারে সামান্য কিছু হলেই মনে করি ভাইরাস আক্রমন করেছে। তখন পিসি(কম্পিউটার)কে নিয়ে যায় কোন সার্ভিসিং এর কাজ জানা ব্যক্তির কাছে। তারা সামান্য কিছু কাজ করে মোটা অংকের টাকা নিয়ে থাকে। কিন্তু আপনারা একটু চেষ্টা করলে এর সমস্যা সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ

<O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O><O> 
 McAfee Security Centerসেটআপ করা

‍বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছে। আশা করি আল্লাহর রহমতে ভালই আছে। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আসুন কথা না বাড়িয়ে ম্যাকাফি সিকিউরিটি সেন্টার (
McAfee Security Center) সেটআপ করা শিখি।
ম্যাকাফি ভাইরাস স্কেন প্লাস ফোল্ডারটি ওপেন করুন। ফোল্ডারটি
ভিতরে সিডিসেটআপ নামে একটি  ফাইল আছে তাতে মাউসের বাম বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করুণ। তাহলে নিচের মত একটি বক্স আসবে। 

বক্সে নীল রং এর  বর্ডার দিয়ে চিহ্নিত করা লেখাটিতে ক্লিক করুন।
১। একটি বক্স আসবে তাতে নেক্সট(
Next) এ ক্লিক করুন।
২। দ্বিতীয় আরেকটি বক্স আসবে তাতে একসেপ্ট(
Accept) ক্লিক করুন।
৩। তারপরে নেক্সট(
Next) এ ক্লিক করুন।
৪। তারপরে নেক্সট(
Next) এ ক্লিক করুন।
কিছুক্ষনের মধ্যেই আপনার সেটআপ শুরু হয়ে যাবে। কোন কমান্ড না আসা পর্যন্ত অপেক্ষা করুন।
৫। তারপরে নেক্সট(
Next) এ ক্লিক করুন।
৬। তারপরে ফিনিস (
Finish) এ ক্লিক করুন।
৭। তারপরে রিমেইন্ডার মি লেটার (
Remind Me Later) এ ক্লিক করুন।
৮। তারপরে ক্লোস(
Close) এ ক্লিক করুন।McAfee SecurityCenter সেটআপ করা শেষ। আশা করি বুঝতে কষ্ট হয়নি। আর একটি কথা, তা হলো সেটআপ করতে কোন সমস্যা হলো মেইল বা মোবাইলে যোগাযোগ করতে ভুলবেন না।
ধন্যবাদ
এন্টিভাইরাস 6334215689283796008

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter