> এভাস্ট এন্টিভাইরাস দিয়ে ভাইরাস স্ক্যান করা | আজমলের ব্লগ
Loading...

এভাস্ট এন্টিভাইরাস দিয়ে ভাইরাস স্ক্যান করা

ভাইরাস সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এটি আমাদের কম্পিউটারকে স্লো করে , অনেক কাজকে নষ্ট করে ফেলে , যার ফলে আপনি আপনার ...

ভাইরাস সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। এটি আমাদের কম্পিউটারকে স্লো করে, অনেক কাজকে নষ্ট করে ফেলে, যার ফলে আপনি আপনার প্রয়োজনীয় সফট গুলো হারাতে হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার এভাস্ট এন্টিভাইরাস দিয়ে ভাইরাস স্ক্যান করবেন এবং তা ডিলেট করবেন। সর্ব প্রথম সিস্টেম ট্রে তে থাকা এভাস্ট 

এন্টিভাইরাস এর আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করুন।  
একটি লিষ্ট ওপেন হবে সেখান আপনাকে সর্ব উপরে   Open avast! user interface ক্লিক করুন। তাহলে নিচের মত ছবি আসবে।
 
উপরের ছবিতে লক্ষ করুন যে লাল রং এর বর্ডার দিয়ে দেখানো আছে Scan Computer ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এখানে আপনাকে Full system scan এর বরাবর লাল রং এর বর্ডার দেয়া Start ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবি আসবে  এবং আপনার সম্পূর্ণ কম্পিউটার স্ক্যান হবে।  


এখন আপনি যদি মনে করেন যে, স্ক্যান কিছু সময় বন্ধ রাখবেন তাহলে Pause ক্লিক করুন আবার চালু করতে হলে Resume ক্লিক করুন।  ভাইরাস স্ক্যান করা শেষ হলে নিচের মত করে ছবি আসবে 

সেখানে লাল বর্ডার দেয়া SHOW RESULTS এর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে নিচের মত করে আরেকটি বক্স আসবে। 


 তাতে হাতের ডান কোনায় লাল বর্ডার দেয়া Move of Chest ক্লিক করলে আরেকটি লিস্ট আসবে সেখানে আপনাকে ডিলেট(Delete) ক্লিক করতে হবে। এর পরে লাল বর্ডার দেয়া  
Apply ক্লিক করুন। তাহলে দেখবেন যে আপনার খুজে পাওয়া ভাইরাসের নামের শেষে সবুজ রঙ এর Action Successful লেখাটি দেখা যাবে। পরে ক্লোচ করুন, আর এভাবেই শেষ হলো আমাদের এভাস্ট এন্টিভাইরাস এর  সাহায্যে ভাইরাস স্ক্যান করা। কোথায় কোন ভুল থাকলে ইমেইল করে জানাতে পারেন, তাহলে খুব খুশি হব।
এন্টিভাইরাস 5074012260818628110

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter