> সেন্ড টু মেনুতে আইটেম যোগ করা | আজমলের ব্লগ
Loading...

সেন্ড টু মেনুতে আইটেম যোগ করা

আমরা সকলেই জানি যে সেন্ড টু মেনুর সাহায্যে যে কোন ফাইল  ড্রাইভে বা অন্য কোন  ফোল্ডারে পাঠাতে পারি। কিন্তু সেই জন্য আপনাকে সেই ড্রাইভ বা ফোল...

আমরা সকলেই জানি যে সেন্ড টু মেনুর সাহায্যে যে কোন ফাইল  ড্রাইভে বা অন্য কোন  ফোল্ডারে পাঠাতে পারি। কিন্তু সেই জন্য আপনাকে সেই ড্রাইভ বা ফোল্ডারের শর্টকার্ট তৈরী করে সি ড্রাইভে গিয়ে
(C:\Documents and Settings\Azmol\SendTo) সেন্ড টু অপশন থাকে এবং হাইড করা। কিন্তু আপনারা চাইলে খুব সহজে যে কোন ফোল্ডার বা ফাইল আপনি নির্দিষ্ট জায়গায় পাঠাতে পারেন। ধরুন আপনি কোন সিডি থেকে গান সরাসরি কোন ড্রাইভের ভিতরের ফোল্ডারে রাখেন । সেই ক্ষেত্রে  আপনাকে সেই সিডি ওপেন করে  কপি করে নি‍র্দিষ্ট  ফোল্ডারে গিয়ে পেস্ট করেন্ । এত কিছু করতে হবে না যেই ফোল্ডারে রাখতে চান সেই ফোল্ডার বাম বাটন দিয়ে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু   তে ক্লিক করে হেয়ার ক্লিক করে ক্রিয়েট ক্লিক করলেই আপনার কাজ শেষ। তাই আপনার জন্য সেন্ড টু সেন্ড সফট নিয়ে হাজির হলাম।  ডাউনলোড করুন-Download Software
ছবিএই ছবিটি আসলে স্কীপ এড এ ক্লিক করার পরেই আপনি পেয়ে যাবেন মিডিয়া ফাইয়ার এর ডাউনালোড লিংক।
তারপরে সেটআপ করুন্ এবং মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন এড হেয়ার নামক একটি অপশন-

যুক্ত হয়ে গিয়েছে। তারপরে সেই ফোল্ডারের সেন্ড টু বানাতে চান তার গায়ে ক্লিক করে এড হেযার এ ক্লিক করলে একটি ছোট বক্স আসবে তাতে  ক্রিয়েট এ ক্লিক করুন। তারপরে দেখুন আপনি যে কোন ফাইল  ঔ ফোল্ডারে রাখতে পারছেন।

অফটপিক- আগামীতে দেখাবো প্রিয় প্রোগ্রাম গুলো মাউসের রাইট বাটনে রাখা। যে কোন প্রোগ্রাম মাউসের রাইট বাটন ক্লিক করলেই চালু হবে।
পূর্বের আমার ব্লোগে প্রকাশিত হয়েছে  
টিউটোরিয়াল 4435339326973349132

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter