> ‍মন খুলে বেশি বেশি টপিক লিখুন (বাংলা কনভার্টার) যত খুশি তত | আজমলের ব্লগ
Loading...

‍মন খুলে বেশি বেশি টপিক লিখুন (বাংলা কনভার্টার) যত খুশি তত

এবার মন খুলে টপিক পোষ্ট করুন যত খুশি তত। আমরা অনেকেই কাজের চাপে টপিক লিখতে পারি না। অথবা সরাসরি ইউনিকোড বাংলা লিখতে কিছুটা সমস্যা মনে করি। আ...

এবার মন খুলে টপিক পোষ্ট করুন যত খুশি তত। আমরা অনেকেই কাজের চাপে টপিক লিখতে পারি না। অথবা সরাসরি ইউনিকোড বাংলা লিখতে কিছুটা সমস্যা মনে করি। আবারও দেখা যায় যে কারও বাসায় নেট নেই। সে ক্ষেত্রে সাইবারে কাফে বসে টপিক লিখবে নাকি নেট ব্যবহার করবো। আবার কেউ বিজয় এ লিখতে ভালবাসে।
কারও বাসায় নেট নেই কিন্তু অফিসে আছে নেট আছে তারপরও দেখায় যায় যে অফিসে বসে টপিক লিখলে বসের বকাবকি ভাল লাগে না। তাদের কথা চিন্তা করে এস এম মাহবুব মুর্শেদ, অরূপ কামাল ভাইদের‍তৈরী করা ওয়েব সাইটটিকে  কাজে লাগালাম। এটি নেট ছাড়া ব্যবহার করা যায়। আমি এটি ব্যবহার করি।। তাতে করে আপনার অনেক সময় বাচবে। আপনি মাধা ঠান্ডা করে এম এস ওয়ার্ডে টপিক লিখে তা যে  কোন ‍ব্লগে ব্যবহার করতে পারেন। কপি পেষ্ট করে ছেড়ে দিলে হবে। অনেক সময় ‍বাচবে। বাসায় বসে টপিক লিখবেন আর সাইবার ক্যাফেতে বসে পোষ্ট করবেন। একবার ব্যবহার করে দেখেন যদি ভাল লাগে ধন্যবাদ দিয়েন । তবে অনেকে হয়তবা এটা ব্যবহার করে অন্য মাধ্যমে তবে অভ্র কনভার্টার দিয়ে অনেকেই করে এতে করে অভ্র থাকতে হবে। আবার যাদের অভ্র নেই তারা সরাসরি নেট থেকে কনভার্ট করে । কিন্ত যাদের বাসায় নেট নেই+অভ্র নেই তারা কি করবে ।তাদেরও তো ইচ্ছা হয় মন খুলে লিখতে তাই সকলের কথা মাথায় রেখে আমার এই বুদ্ধি বের করা যাই হোক আগে ডাউনলোড করুন-Bangla Converter
লিংক ক্লিক করার পরে ছবি
উপরে ডান কোনায় ছবিটি দেখতে পাবেন তার কিছু সময় পরে
ছবি এই ছবিটি আসলে স্কীপ এড এ ক্লিক করার পরেই আপনি পেয়ে যাবেন মিডিয়া ফাইয়ার
তারপরে converter.php.htm ফাইলটি ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করুন। ওপেন করার পরে নিল রং এর মত রেখা এলে তাতে মাউসের রাইটবাটন ক্লিক করে  আমার ছবির মত
আসলে তাতেAllow Blocked Content এ ক্লিক করুন তার পরে ইয়েছ এ ক্লিক করুন এবার আপনার লেখা বিজয় ফন্টগুলো কপি করে নিচের বক্সে পেষ্ট করুন। তারপরে কনভার্ট ইউনিকোড এ ক্লিক করুন। দেখবেন কনভার্টার হয়ে উপরের বক্সে চলে এসেছে। আপনি চাইলে এখন উপরের বক্স থেকে কপির করে সরাসরি টপিক এর ভিতরে পেষ্ট করুন। আর মজা দেখুন । কষ্ট করে ঘন্টার পর ঘন্টার অফিসে বসে বসের চোখ ফাকি দেবার দরকার নেই। বাসায় বসে লিখুন আর পোষ্ট করুন। বেশি বেশি করে জ্ঞান দান করুন।
টিউটোরিয়াল 6048445328120880396

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter