> বিশেষ কোন চিহ্ন খুজে পাওয়া | আজমলের ব্লগ
Loading...

বিশেষ কোন চিহ্ন খুজে পাওয়া

আমরা সাধারণত বাংলা ও ইংরেজী টাইপ করি। কিন্তু সমস্যা হলো যে কিছু কিছু অক্ষর আছে যা টাইপ করা যায় না। যেমন - রেজিস্টার চিহ...

আমরা সাধারণত বাংলা ইংরেজী টাইপ করি। কিন্তু সমস্যা হলো যে কিছু কিছু অক্ষর আছে যা টাইপ করা যায় না। যেমন- রেজিস্টার চিহ্ন জাতীয় আরো কিছু। কিন্তু এগুলো আমি /আমরা কোথায় পাবো।
এমনকি আপনি চায়লে @ এই চিহ্ন কিবোর্ড সংখ্যা মাধ্যমে দিতে পারেন যেমন কিবোর্ড থেকে Alt(অলটার) বাটন চেপে ধরে নাম্বার কি এর সংখ্যা ৬৪ চাপুন পরে ছেড়ে দিন দেখবেন @ চলে এসেছে। এছাড়া আরো কিছু পেতে হলে-Start >All Programs > Accessories > System Tools > Character Map-ক্লিক করুন। বক্স আসবে একদম নিচে ডান হাতের দিকে সিলেক্ট লিখার নিচে কিষ্ট্রোক - লিখা আছে অল্টার ধরে কি কি সংখ্যা চাপতে হবে। বক্স আসার পরে আপনি যে চিহ্ন টি চান তা খুজে বের করুন। তারপরে নিচে কিস্ট্রো নামে একটি অপসন আসবে তাতে লিখা থাকে keystroke: alt+0169 এটা দেখার পরে আপনাকে যা করতে হবে তা হলো কিবোর্ড থেকে অল্টার ধরে ০১৬৯ চাপুণ ০১৬৯ তারপরে অল্টার ছেড়ে দিন। তাহলে কপিরাইট চলে আসবে ০১৬৯। তবে যেই চিহ্ন গুলোর কোন সংখ্যা নেই সে গুলো হবে না।



টিউটোরিয়াল 6794975481228472446

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter