পেন ড্রাইভ ভাইরাস নিয়ে এত মাথা ব্যাথা কিসের ?
আমরা যারা কম্পিউটার চালায তারা সবাই কম বেশি ভাইরাস নিয়ে একটু চিন্তা করেন, কিন্তু আমি তা মোটেও করি না। কারণ আমি জানি কিভাবে পেন ড্রাইভ এর ভাই...
http://total-sw.blogspot.com/2012/01/blog-post_291.html
আমরা যারা কম্পিউটার চালায তারা সবাই কম বেশি ভাইরাস নিয়ে একটু চিন্তা করেন, কিন্তু আমি তা মোটেও করি না। কারণ আমি জানি কিভাবে পেন ড্রাইভ এর ভাইরাস চিন্তে হয়। তবে ভাইরাস কি করে, কিভাবে আক্রমন করে তা জানতে পারলে আর সে পথগুলো বন্ধ করতে পারলে ঝামেলা শেষ। এর জন্য পরিচালকদের মত কাহিনি তৈরী করতে হবে না। শুধু একটু সাবধান।
আমি এন্টিভাইরাস ছাড়া পিসি চালাতে পারবো। যে কোন ভাইরাস আমার পিসিতে প্রবেশ করতে পারবে না। এখন প্রশ্ন আসে কিভাবে? আপনারা একটু চিন্তা করুন যে ভাইরাস কিভাবে ঢোকে অটোরান এর মাধ্যমে আমি যদি সব কিছুর অটোরান বন্ধ করে দেই, তাহলে কি ডুকতে পারবে? না ফোল্ডার এক্সপ্লোরার এর সাহায্যে খুলতে হবে। আর ফোল্ডার অপশন এর সাহায্যে হিডেন ফাইল শো করে রাখতে হবে। যখন দেখবেন যে ফোল্ডারের রং উজ্বল তাতে ক্লিক না করে মাউসের কার্সর উপরে রাখুন তখন বলবে এর সাইজ কত কিলোবাইট তখন বুঝতে হবে যে এটি ভাইরাস। আর সব কিছু শো করলে এক্সটেনশন দেখায়। সেই ফোল্ডার যদি ইএক্সই থাকে তবে চিন্তে কোন কষ্ট হবার নয়। তখন ওই ফোল্ডার + অটোরান ফাইল ডিলেট করলে হবে। তবে ডিলেট করার সময় লক্ষ রাখবেন যাতে ডবল ক্লিক বা এন্টার চাপ না পরে। তবে এখন আরেকটি প্রশ্ন যাতে তা হলো যদি কোন কারণে ভাইরাস ডুকে ফোল্ডার অপশন নষ্ট করে দেয়। তাহলে নতুন করে উইন্ডোজ দিতে হবে। তবে অনেকেই জানেন যে ফোল্ডার অপশন ফিরিয়ে আনা যায়। কিন্তু তাতে ফোল্ডার অপশনের সমাধান হলো কিন্তু ভাইরাস তো দূর হলো না। কারণ এটি উইন্ডোজে ডুকে বসে থাকে। যার ফলে আমরা যতই অন্য ড্রাইভ এর অটোরান ডিলিট করি না কেন তা আবার ফিরে আসে। যাই হোক সবর্শেষ একটি কথা তা হলো এখন যদি কেউ বলেন যে ভাই আমি এন্টিভাইরাস ব্যবহার করতে চাই কোনটা ভাল হবে। আমি বলবো এভাস্ট কারণ এটির সেট আপ করতে কোন ইন্টারনেট লাগে না। আর নেট পেলে অটো আপটেড হয়। খুব হালকা রাখে মেশিনকে এবং সব চেয়ে দ্রুত কাজ করে আমার দেখা মতে। এটি ভাইরাস পাবার মাত্র ডিলেট করে দেয় আর পেন ড্রাইফ ডুকানোর সংগে সংগে খুজে বের করে ভাইরাস এবং ডিলেট করে ।
ধন্যবাদ পড়ার জন্য। কোন ভুল হবে ধরিয়ে দেবেন কারণ আপনারা হয়ত আমার চেয়ে আরো বেশি জানেন তবে আমার জ্ঞান যতটুকু বলে পেন ড্রাইভ এর ভারাসর নিয়ে কোন চিন্তা করবেন না। যদি স্থায়ী ভাবে সমাধান চান তবে জানাবেন চেষ্টা করবো।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com