> যে কোন ভিডিও/অডিও/ সফটওয়্যার ডাউনলোড করুন-(আইডিএম-ফুল ভার্সন) | আজমলের ব্লগ
Loading...

যে কোন ভিডিও/অডিও/ সফটওয়্যার ডাউনলোড করুন-(আইডিএম-ফুল ভার্সন)

ইন্টারনেটের জগ ৎ তথ্যের এক বিশাল মহাসাগর। এখানে তথ্যের কোন শেষ নেই। ইন্টারনেট থেকে যে কোন অডিও / ভিডিও / সফটওয়্যার সহ অনে...

ইন্টারনেটের জগ তথ্যের এক বিশাল মহাসাগর। এখানে তথ্যের কোন শেষ নেই। ইন্টারনেট থেকে যে কোন অডিও/ভিডিও/সফটওয়্যার সহ অনেক কিছু ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের সফট আছে। তার মধ্যে আইডিএম আমার মতে সব চেয়ে ভাল। তাই আইডিএম এর বেটা ভার্সন  .০৭ বের হয়েছে। তবে আইডিএম এর পুরাতন ভার্সন নতুন ফায়ারফক্স কাজ করে না।
তাই আমিও অনেক দিন ধরে খুঁজে বেরাচ্ছি নতুন আইডিএম, তাই চিন্তা করলাম যে আমার ব্লগে যারা সদস্য আছে এবং যারা ব্রাউজ করে তাদের কেউ এটা দেয়া দরকার। তাই আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। আইডিএম ব্যবহার অনেক সুবিধা। রি-জুম করা, স্টপ করা, সবচেয়ে বড় ব্যবহার হলো এটি দিয়ে আপনি অনায়াসে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করতে পারবে। আমি যাবকাল ফটোসপের ভিডিও টিউটোরিয়াল .৪৫ গিগাবাইট, সফটওয়্যার আনুমানিক ১০/১৫ গিগাবাইট, অডিও গান এর মত ডাউনলোড করেছি খুব আরামে। তার চেয়ে আরো বেশি সুবিধা হল ফায়ারফক্স অনেক সময় ডাউনলোড দিলে এর নিজস্ব ডাউনলোডার দিয়ে ডাউনলোড হয়। যার ফলে ফায়ার ফক্স বন্ধ করলে ডাউনলোড বন্ধ হয়। কিন্তু আইডিএম দিয়ে ডাউনলোড করলে বা পরবর্তীতে কোন ওয়েব ব্রাউজ লাগেনা। এমনকি আপনি চাইলে ফায়ারফক্স এর নিজস্ব ডাউনলোড এর লিংক কপি করেও আইডিএম ব্যবহার করে তা আইডিএম দিয়েও ডাউনলোড করতে পারবেন। আউডিএম এর সম্পূর্ণ ব্যবহার দেখানো হবে। সর্বপ্রথম একটু কষ্ট করে ডাউনলোড করে নিন। ডাউনলোড লিংক কাজ না করলে এই লিংক ক্লিক করুন-https://www.box.com/s/i5sbztkhsetk5nj9kw8y

আনজীপ করলে নিচের মত ছবি দেখতে পাবেন। লাল বর্ডার দেয়া ইএক্সই ফাইলে ক্লিক করুন।
তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এখানে নেক্সট এর ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি আসবে
 
এখানে নেক্সট এর ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি আসবে।
তারপরে পূণরায় নেক্সট এর ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি আসবে।
এবারও নেক্সট এর ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি আসবে

এখানে নেক্সট এর ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি আসবে
এবার নেক্সট এর ক্লিক করার পরেই ইন্সটল শুরু হয়ে যাবে।

ইন্সটল শেষে নিচের মত ছবিটি আসলে কন্টিনিউ এ ক্লিক করুন।
ইন্সটল শেষ হলে ফিনিক্স বাটনে ক্লিক করুন।
ইন্সটল শেষে নিচের মত ম্যাসেজটি আসলে ওকে ক্লিক করুন। 
 
তারপরে নিচের মত রেজিষ্ট্রেশন নামক একটি বক্স আসলে 
 কোন কিছুতে ক্লিক না করে আপনার ডাউনলোড করা আইডিএম ফোল্ডারে রাখা প্যাচ ফোল্ডারটি ওপেন করুন এবং প্যাচে ফাইলটি কপি করুন। তারপরে কমান্ডন দিন- Start > All Programs > Internet Download Manager> Internet Download Manager  রাইট বাটন ক্লিক করুন নিচের ছবির মত
Internet Download Manager Properties নামক একটি বক্স আসবে নিচের ছবির মত
এখানে আপনাকে লাল বর্ডার দেয়া ফাইন্ড টার্গেট এ ক্লিক করতে হবে। এতে করে আইডিএম যেখানে সেটআপ করেছেন সেই ডাইরেক্টরী ওপেন হবে নিচের ছবির মত
এবার আপনার কপি করা প্যাচ ফাইলটি পেষ্ট করুন। তাহলে সেই ডাইরেক্টরীতে প্যাচ ফাইলটি চলে আসবে নিচের মত
প্যাচ ফাইলটিতে ডবল ক্লিক করুন। তাহলে নিচে ছবিটির মত প্যাচ ফাইলটি ওপেন হবে।
এবার লাল বর্ডার দেয়া Patch Server Check ক্লিক করুন তাহলে নিচের ছবির মত সাকসেসফুল নামক লাল বর্ডার দেয়া একটি ম্যাসেজ দিবে
তারপরে নিচের ছবির মত জেনারেল এর ঘরের সব সিরিয়াল নাম্বারগুলো কপি করুন
এবং সর্বশেষ নিচে আমার দেয়া ছবিটির মত করে সব কিছু পূরণ করুন।
এবার আপনার আইডিএম সফটওয়্যারটি চালু হবে। মেনুবারের রেজিষ্ট্রেশন মেনুতে ক্লিক করে লক্ষ করুন যে সেটি রেজিষ্ট্রেশন হয়ে গিয়েছে। নিচের আমার ছবিতে লক্ষ করুন।
 এবার মজিলা ফায়ারফক্স ওপেন করলে নিচের মত ছবিটি আসলে কন্টিনিউ এ ক্লিক করতে হবে।

এর ফলে নিচের মত আরেকটি ছবি আসলে
Restart Firefox এ ক্লিক করুন। 
 
এর ফলে আপনার আইডিএম মজিলা ফায়ারফক্স এর এড-অন্স এ যুক্ত হয়ে গিয়েছে। এখন মজিলা ফায়ার ফক্স এ কোন কিছু ডাউনলোড করতে গেলেই আইডিএম দিয়ে ডাউনলোড শুরু হবে

বিঃ দ্রঃ এক একটি কম্পিউটারে ভিন্ন ভিন্ন জেনারেল মানে হলে সিরিয়াল নাম্বার আসতে পারে। তাই আপনার যে সিরিয়াল নাম্বার আসবে আপনি তাই কপি করি সিরিয়াল নাম্বারের ঘরে বসাবেন। 


এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার আর কি কি বিষয়ে জানতে চান তা মন্তব্য করে বা আমাকে ই-মেইল করে অথবা মোবাইলে জানাতে পারেন। আমি যতটা পারি আপনাদের সমস্যার সমাধান এবং যা শিখতে চান আমি তা করে দিব।

আমার টিউন যদি আপনাদের এতটুকু ভাল লেগে থাকে। তাহলে আপনাদের কাছে আমার অনুরোদ ফ্রি মেম্বার হবার জন্য। মেম্বার হলে পরবর্তীতে আমার প্রতিটি টিউন আপনি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। মেম্বার হবার নিয়মঃ
১। আমার ওয়েব সাইটের ডানপাশে লিখা আছে আপনার -মেইল লিখুনএইখানে আপনার -মেইল লিখেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন
২। তারপরে ফিডবার্নার নামে আরেকটি ফায়ারফক্স চালু হবে। নিচে ফাকা টেক্স বক্সে বড় নিল রং এর লিখা লিখে কমপ্লিট বাটনে ক্লিক করুন
৩। আপনার কোড লিখাটি সঠিক হলে আরেকটি বক্স আসবে -মেইল সাব-স্কক্রিমশন রি-কুয়েস্ট। ক্লোজ উইন্ডোতে ক্লিক করুন
৪। আপনার ইমেইল খুলুন। ওখানে লক্ষ করুন ফিড বার্নার থেকে একটি ম্যাসেজ গিয়েছি। তাতে একটিভ করার জন্য লম্বা আন্ডার লাইন দেয়া একটি লাইন  আছে তাতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আমি যতবার আমার ওয়েব পোষ্ট অথবা টপিক লিখব তা আপনি অটোমেটি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ
কিছুই না বুঝলে আমাকে মোবাইল করতে পারেনঃ ০১৯১৪-৭১৮২৯৯

kabbokatha08@gmail.com
azmal_writer@yahoo.com
Skype: azmolk
www.facebook.com\azmol
টিউটোরিয়াল 5353368711341988144

একটি মন্তব্য পোস্ট করুন

  1. ডাউনলোড পেইজে কিছুই নাই

    উত্তরমুছুন
  2. ডাউনলোড লিঙ্কটা আবার দেন

    উত্তরমুছুন
  3. ডাউনলোড লিঙ্কে কোন ফাইল নাই

    উত্তরমুছুন
  4. আজমল লেপ্টপ ফেক্টোরি রিসেট দিতে কি করা লাগবে

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আপনার কথা ঠিখ বুঝতে পারলাম না। তবে আপনি মনে হয় আপনার লেপটপ রি-স্টোর করতে চান। তাহলে তো রি-কোভারী সিডি রোমে প্রবেশ করিয়া রি-স্টার দিন, তাহলে ঠিক হবে। এর পর থেকে যেকোন কথা বা সমস্যা ভাল করে বুঝিয়ে লিখলে তার সমাধান করতে সুবিধা হয়।

      মুছুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter