> আসুন ফটোশপে পেনটুলের ব্যবহার শিখি | আজমলের ব্লগ
Loading...

আসুন ফটোশপে পেনটুলের ব্যবহার শিখি

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। গত পোষ্টে দেখিয়েছিলাম হিস্টোরি টুলের ব্যবহার। আশা করি সবাই ভালো...


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। গত পোষ্টে দেখিয়েছিলাম হিস্টোরি টুলের ব্যবহার। আশা করি সবাই ভালো করে আয়ত্ত করতে পেরেছেন। আজকে আপনাদের একটি গুরুত্ব পূর্ণ টুলের ব্যবহার দেখাব। সেটি হলো পেন টুল। ফটোশপে অধিকাংশ সময় এই পেন টুলের প্রয়োজন হয়।
কারণ কোন ছবির ব্যবগ্রান্ড পরিবর্তন বা পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রান্ড পরিবর্তন করতে গেলে এই টুলটি ব্যবহার করতে হয়।
প্রথমে আমার দেয়া নিচের ছবিটি ডাউনলোড করে নিন।
তারপরে এবার ফটোশফ চালূ করে ছবিটি ওপেন করুন। নিচের ছবির মত
এবার পাশেই টুলবার থেকে পেন টুলটি সিলেক্ট করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন-
লক্ষ্য করুন আপনার কার্সর টি একটি ফাউনটেন পেনের মত হয়েছে। এবার আমরা চেয়ার এবং বডি সহ ছবিটি থাকবে এবং ব্যাক গ্রাউন্ডটি মুছে ফেলব। তাই যেকোন এক পাশ থেকে ক্লিক করতে করতে উপরে দিকে উঠুন। নিচে আমার ছবিটি লক্ষ্য করুন
আমি বাম পাশ থেকে পেনটুল দিয়ে ক্লিক করতে করতে উপরে উঠছিলাম। কিন্তু একটি দাগ না হয়েছে কিছু সময় পর লাল বর্ডার আসছে(আমার ফরগ্যান্ড লাল ছিল তাই লাল হয়েছে। তবে আপনাদের সাদা বা কালো অথবা অন্য কোন কালার হতে পারে) । একে শেপ বলে। এই রকম হলে আপনাকে পেন টুলের প্রোপার্টিজ পরিবরর্তন করতে হবে।তাই মেনুবারের নিচে যে বারটি আছে তাকে বলে প্রোপারটিজ বার নিচে আমার দেয়া ছবিটি লক্ষ করুন এবং লাল বর্ডার দেয়া জায়গায় ক্লিক করুন।
পেনটুলের প্রোপার্টিজ পরিবর্তন তো হলো কিন্তু লেয়ারে লক্ষ করুন যে শেপ লেখা আছে। তাই এটিকে ডিলেক্ট করা দরকার। তাই নিচের আমার ছবিটি লক্ষ্য করুণ এবং লাল দাগ দেয়া আইকনে ক্লিক করুন। একটি ম্যাসেজ আসলে ওকে ক্লিক করুন। এতে করে সেই রংটি পুরো ছবিতে চলে আসবে। তাই পূনরায় আর একবার ক্লিক করে ওকে ক্লিক করুন।
এবার শুরু থেকে পেনটুল দিয়ে ক্লিক করতে করতে উপরে উঠুন। আপনি চাইলে জুম বড় করে নিতে পারেন। এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে + (প্লাস) ক্লিক করুন তাহলে জুম হবে আবার কন্ট্রোল ধরে (মাইনাস)জুম ছোট হবে। নিচে আমার ছবিটি লক্ষ করুন।
 এবার আমি পুরো ছবিটি সিলেক্ট করেছি। আপনারা একটু লক্ষ করুন যে চিকন লাইনের মাঝে একটি ছোট করে বক্স আছে। যত গুলো বক্স তত গুলো ক্লিক। নিচের ছবিটি লক্ষ করুন।
পেনটুল দিয়ে আপনি যেখান থেকে ক্লিক শুরু করবেন ঠিক সেইখানে গিয়ে ক্লিক করে এটি শেষ করতে হবে। তাই আপনি যদি শুরুটা এবং শেষটা মিলাতে পারেন তাহলে সবগুলো দাগ এবং বক্স একটি চিকন দাগ হবে। নিচের ছবিটি লক্ষ্য করুন-
এবার কি-বোর্ড থেকে কন্ট্রোল ধরে এন্টার প্রেস করুন। তাহলে আপনার ছবির চারিদেকে ছোট ছোট পিপিলিকার মত সাদা-কালো ছোট দাগ নড়বে।
 এবার আপনার এই কাটা দাগগুলো যেন মশৃন দেখা যায় এই জন্য আমরা ফেদার দিবো। তাই কি-বোর্ড থেকে অল্টার+কন্ট্রোল+ডি চাপুন একটি বক্স আসলে ৫ দিন তারপরে ওকে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ করুন।
 এবার ছবিটি কপি করে নতুন পেজে পেষ্ট করুন। এই জন্য প্রথমে কি-বোর্ড থেকে কন্ট্রোল +সি চাপুন কপি হবে। তারপরে কন্ট্রোল+এন চাপুন এবং ওকে নিউ পেজ আসবে তারপরে কন্ট্রোল +ভি পেষ্ট হবে। 
 আজকে এই পর্যন্ত। আশা করি বুঝতে কষ্ট হবে না। পোষ্টগুলো বেশি বড় করলে পড়তে যেমন সমস্যা তেমনি ভালোও লঅগে না। তাই ছোট ছোট পোষ্ট দিয়ে আমরা শিখব ফটোশপের কাজ।

এদানিং দেখছি আপনাদের কোন মন্তব্য নেই। কারো কোন চাওয়া পাওয়া নেই। নাকি আমার পোষ্টগুলো খারাপ হয়। যদি খারাপ হয় তবুও মন্তব্য করে জানান।
All In One 3885996986094084782

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter