> খুব সহজে ইউনিকোর্ড বাংলা লিখুন অভ্র দিয়ে-পানির মত | আজমলের ব্লগ
Loading...

খুব সহজে ইউনিকোর্ড বাংলা লিখুন অভ্র দিয়ে-পানির মত

বিসমিল্লাহি রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজ কয়দিন হলো ফাইল আপলোড নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ আমি অনেক সময় ...

বিসমিল্লাহি রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজ কয়দিন হলো ফাইল আপলোড নিয়ে কাজ করতে হচ্ছে। কারণ আমি অনেক সময় ফেসবুকে বাংলা টাইপ করি, চ্যাট করি, যেকোন জায়গায় ই-মেইল করি বাংলায়।
তাই যাদের সাথে করি তারা সবাই আমাকে বলে ভাই কিভাবে বাংলা লিখছেন। তাদের আমি বলি অভ্র দিয়ে। কিন্তু তারা ভ্রুক কুচকিয়ে বলে আমার কাছেও আছে কিন্তু পারছিনা কেন? আসলে নতুন অভ্রর চেয়ে পুরাতন অভ্রটা অনেক ভালো। এইটাতে উইনি বিজয় আছে। তারফলে খুব সহজে বিজয় কি-বোর্ডের মত বাংলা লিখা যায়। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিকোডে বাংলা লিখতে হয়। কিন্তু তারা লিখতে গেলে একটু সমস্যায় পরে। তাই তাদের কথাও চিন্তা করে আমি এই পুরাতন অভ্রটি শেয়ার করছি। আরও অনেক ব্যক্তি আছেন যারা বাংলায় ব্লগ লিখেন, বিভিন্ন সাইটে বাংলা অথবা ই-মেইল বাংলা করতে চায়। তারাও সহজে এই পুরাতন অভ্র দিয়ে খূব সহজে আপনি বাংলা লিখতে পারবেন। তাই আর দেরি কেন? এখনই ডাউনলোড দিয়ে রাখুন। আর একটি কথা আমার মিডিয়ার ফায়ার টি কাজ করছে না। তাই অন্য একটি ফাইল শেযার ওয়েব সাইট থেকে শেয়ার করছি। তাই তারাতারি করে ফাইলটি শেয়ার করুন। আর অন্যদের শেয়ার করতে বলুন। সেটআপ করার পরেই উপরে মেনুতে ইংরেজী লিখা আছে সেখানে ক্লিক করে বাংলা করুন আর পাশেই ড্রপ ডাউন মেনু থেকে ইউনিবিজয় সিলেক্ট করুন। তারপরে যেভাবে বিজয় কি-বোর্ড দিয়ে বাংলা লিখে ঠিক সেইভাবে আপনি লিখতে পারবেন। সময় অল্প তাই বিস্তারিত ছবি সহকারে লিখতে পারলাম না। তবে পরবর্তীতে সংযুক্ত করা হবে। ধন্যবাদ।
All In One 669546788865179997

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter