আসুন ফটোশপে ফেদারের(Feather) ব্যবহার শিখি-
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আপনারা অনেকেই ফটোশপের কাজ শিখছেন। কেউ কেউ আছেন যারা ইতি মধ্যে ফ...
http://total-sw.blogspot.com/2013/06/feather.html
বিসমিল্লাহির
রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আপনারা অনেকেই
ফটোশপের কাজ শিখছেন। কেউ কেউ আছেন যারা ইতি মধ্যে ফটোপশের কাজ প্রায় শেষ করছেন।
তাই আজকে আমি সবার জন্য একটি কাজ শিখাতে যাচ্ছি যে কাজটা আমার হিসাবে অনেক গুরুত্ব
পূর্ণ। যেটা না জানলে ফটোশপের কাজ অজানা এক ধরনের অজানাই রয়ে যায়।
আপনারা হয়তা
ভাবছেন যে কি এমন কাজ যেটা না নাজলেই হবেই না। হ্যা আমি বলার সাথে সাথেই আপনারাও
বলবেন আসলে কথাটা ঠিক। কাজটি হলে ফ্যাদারের (Feather) কাজ। পেনটুল
দিয়ে যখন আপনি কোন ছবি কাটেন ঠিক তখন এই ফ্যাদার যদি ছবিতে ব্যবহার না করা হয়,
তাহলে ছবিটির চারিদিকে সমান কাটা দাগ দেখা যাবে। নিচের দুটি ছবি লক্ষ করুন-
উপরের ছবিতে
লক্ষ করুন। যে প্রথম ছবিতে ফেদার দেওয়া হয় নাই। তাই চারিদিকে সমান ভাবে কাটার
চিহ্ন রয়েছে। তারপরের ছবিটি লক্ষ করুন যে ফেদার দেয়ার ফলে ছবিটি যে কাটা হয়েছে তা
কিন্তু ঠিক মত বুঝা যাচ্ছে না। এটি গে সম্পূর্ণ একটি ছবি। কিন্তু অনেক সময় দেখা
যায় যে পাসপোর্ট সাইজের ছবিতে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয় তখন আপনি যদি এই
ফেদার না দেন। তাহলে আপনার ছবিটি যে কাজ করা হয়েছে বা আলগা বসনো এই ধরনে লাগবে। সব
কিছুর একটি সুন্দর ভাব আছে। তাই এই ফেদারের ব্যবহার শিখতে হবে। এবার নিচের ছবিটি
লক্ষ্য করুন-
প্রথম ছবিতে
কোন ফেটার নেই। তাই ছবিটি যে কাটা হয়েছে তা কিন্তু বুঝা যাচ্ছে। কিন্তু পরের ছবিটি
৫ ফেদার দেয়া হয়েছে। তাই তার চারিদিকে একটু হালকা একটু ব্যাক গ্রাউন্ডরের সাথে
মিসে গেছে।
যাইহোক আজকে আর
বেশি কিছু দেখাব না। শর্টকাট বলে রাখি। যখন আপনারা ম্যাজিক টুল বা পেন টুল দিয়ে
কোন কিছু কাটবেন ঠিক তখন মেনুবার থেকে কমান্ড দিন-Select >Modify> Feather এ ক্লিক করুন। তারপরে একটি বক্স
আসলে তাতে বিভিন্ন মান দেন। .৫, ১, ২, ৩,
এই ভাবে যেকোন একটি সংখ্যা দিয়ে আপনি এটি করতে পারেন। তবে ছবি কাটার
ক্ষেত্রে ২ অথবা ৩, এর বেশি লাগলে ৫ দেয়া যেতে পারে। এছাড়াও বিভিন্ন সময় কালার
পরিবর্তন করতে গেলে ২৫, ৩৫, ৪০, ১৫ এই ভাবে দিয়ে কাজ করতে হবে। আপনাদের একটু বলে
রাখি। আপনার কোন ছবি নিয়ে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ফেটার না দিয়ে কালার
পরিবর্তন করবেন। আবার সেই ছবিতে ফেদার ব্যবহার করে কালার পরিবর্তন করবেন। তখই আপনারা
বুঝে যাবেন কোন কাজে কত টুকু ফেদার ব্যবহার করতে হবে। পরবর্তীতে ফেদারের আরও কাজ
দেখানো হবে-ধন্যবাদ।
কোন প্রকার ইনভেস্ট ছাড়া অনলাইনে টাকা ইনকাম করতে হলে এই ব্যানারে ক্লিক করুন এবং একটি একাউন্ট করুন।পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে-ধন্যবাদ
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com