Team Viewer-টিমভিউয়ারের ব্যবহার শিখি-
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। কিছুদিন আগে একজন আমার কাছে Team Viewer এর ব্যবহার শিখতে চেয়েছি...
http://total-sw.blogspot.com/2013/11/team-viewer.html
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি।
কিছুদিন আগে একজন আমার কাছে Team Viewer এর
ব্যবহার শিখতে চেয়েছিল। কারণ Team Viewer এর
সঠিক ব্যবহার ঠিক মত কেউ করতে পারে না। কিন্তু এটির গুরুত্ব অনেক, যা অনেকেরই
অজানা।
তাই আজকে আমি আপনাদের Team Viewer এর
সঠিক ব্যবহার শিখাব। প্র্রথমে এই লিংক থেকে Team Viewer এর
নতুন ভার্সনটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড শেষ হলে ডবল ক্লিক করুন
তাহলে নিচের ছবিটি দেখতে পাবেন-
এবার Run Only এ ক্লিক এবং Company/Commercial Use এ ক্লিক করে Accept
Run এ ক্লিক করুন নিচের ছবিটি লক্ষ করুন-
কিছু সময় পরে নিচের মত ছবি আসবে এবং এইখানে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড
দেয়া থাকবে।
আপনি যদি মনে করেন যে, আপনার পিসি আপনার বন্ধু বা অন্য কেউ ব্যবহার
করবে তাহলে তাকেও টিমভিউয়ার সফটটি চালাতে হবে। অনূরূপ ভাবে তারও ইউজার আইডি ও
পাসওয়ার্ড থাকবে। এবার আপনি তাকে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড বলবেন। তখন সে তার
টিউভিউর সফটটিতে Partner ID তে আপনার আইডি দিবেন কোন স্পেপ দিতে হবে না। তারপরে পাসওয়ার্ড চাইলে পাসওয়া
দিবেন। তাহলে আপনি আপনার বন্ধূর পিসি ব্যবহার করতে পারবেন। যদি কোন সফট তাকে শেয়ার
করতে চান তাহলে লক্ষ করুন পার্টনার আইডির নিচে File Transfer নামে একটি অপশস আছে তাতে ক্লিক করতে হবে। তারপরে আপনি
তার পিসি থেকে যে কোন সফট কপি করে নিতে পারবেন।
কোন কিছু না বুঝলে আমাকে কল দেন এবং সরাসরি টিম ভিউয়ারের ব্যবহার শিখেন।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com