> পেনড্রাইভকে বুটেবল বানিয়ে এক্সপি/win-7 সেটআপ দেই- | আজমলের ব্লগ
Loading...

পেনড্রাইভকে বুটেবল বানিয়ে এক্সপি/win-7 সেটআপ দেই-

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। প্রত্যেকদিন আমি নতুন কোন না কোন সফট নিয়ে কাজ করতে যাই। কিন্তু ...


বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। প্রত্যেকদিন আমি নতুন কোন না কোন সফট নিয়ে কাজ করতে যাই। কিন্তু অনেক সময় দেখা যায় ভুল করে কোন সফট এর সাথে ভাইরাস থাকে। এছাড়াও আপনা নিয়মিত বন্ধুদের কাছ থেকে পেনড্রাইভ এর সাহায্যে বিভিন্ন ধরনের মুভি, গান, ওয়ালপেপার এছাড়াও বিভিন্ন ধরনের মোবাইলের দোকান থেকে রিংটোন বা মোবাইলের জন্য গেম নিয়ে আসেন। এর সাথে নিয়ে আসেন একঝাক তরতাজা সতেজ ভাইরাস। অনেক সময় এন্টিভাইরাস আপটেড করা থাকে না।
তাই এই সকল ভাইরাসকে আপনার প্রাণ প্রিয় এন্টিভাইর সনাক্ত করতে পারে না। আর এরা বাসা করে নেয় আপনার সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে। এইক্ষেত্রে আপনাকে উইন্ডোজ সেটআপ দিতে হবে। কিন্তু সমস্যা দাঁড়ায় যখন আপনার সিডি/ডিভিডি ড্রাইভটি নষ্ট থাকে। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রন ড্রাইভকে বুটেবল বানয়ে উইন্ডোজ এক্সপি অথবা উইন্ডোজ সেভেন সেটআপ করতে হবে। তবে এই জন্য আপনাকে একটি সফটওয়্যার সংগ্রহ করতে হবে। এজন্য আমার দেয়া লিংক-https://app.box.com/s/wz5xtl7b7hee8qsvw0ef থেকে WinToFlash সফট ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষ হলে নেট বন্ধ করে সফটিতে ডবল ক্লিক করুন-তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
Next এ ক্লিক করলে নিচের মত ছবিটি দেখতে পাবেন
I accept EULA লাল বর্ডার দেয়া তে ক্লিক করে Next এ ক্লিক করুন।তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন-
তারপরে Next Next Next করা পরেই নিচের মত ছবিটি দেখতে পাবেন

Windows transfer wizard সবুজ রং এ টিক দেয়াতে ক্লিক করলেই নিচের ছবিটি দেখতে পাবেন-
 তারপরে আবারও আপনাকে Next ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন-
উপরের ছবিটিতে লক্ষ করুন। এখানে আপনি দুটো অপশন পাবেন। ১মটি হলো আপনার উইন্ডোজ এর সিডি/ডিভিডির ড্রাইভ। আর নিচের টি হলো আপনার পেন ড্রাইভ । যার সিডি বা ডিভিডি ড্রাইভ ভালো আছে তার পিসিতে উইন্ডোজ এর  সিডি/ডিভিডি ড্রাইভে প্রবেশ করান।তারপরে পেনড্রাইভ ইউএসবি পোর্টে লাগান। তারপরে উপরের Select  বাটনে ক্লিক করলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এইখান থেকে আপনাকে মাই কম্পিউটারে এ ক্লিক করে সিডি/ডিভিডি ড্রাইভ দেখিয়ে দিয়ে ওকে ক্লিক করতে হবে।
তারপরে  নিচের Select  বাটনে ক্লিক করে আপনার পেন ড্রাইভ টি দেখিয়ে দিতে হবে। নিচের মত ছবিটি  লক্ষ করুন-
ওকে তে ক্লিক করুন। এবার Next এ ক্লিক করলে নিচের ছবিটি দেখতে পাবেন-
এখানে আপনাকে লাল বর্ডার দেয়া তে ক্লিক করে Continue বাটনে ক্লিক করলে নিচের মত ছবিটি দেখতে পাবেন
এবার আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। পেন ড্রাইভ সে নিজেই ফরম্যাট করে নিবে। আপনাকে আপাতত কিছুই করতে হবে না। তবে এই কাজ করার সময় অন্য কোন প্রোগ্রাম চালু না করাই ভালো।
কাজ শেষ হবার পর পরই  ফিনিস লেখা উঠবে তারপরে Next বাটনে ক্লিক করুন। পরে আরেকটি ম্যাসেজ আসলে তা ক্রোস বাটনে ক্লিক করে ক্লোস করে দিন। তৈরী হয়ে গেল আপনার বুটেবল পেন ড্রাইভ। ঠিক একই নিয়মে আপনাকে উইন্ডোজ ৭ এর জন্য বুটেবল পেন ড্রাইভ তৈরী করতে পারবেন।

কোন সমস্যা হলো আমাকে সরাসরি মোবাইলে জানাতে পারবেন-
+৮৮০ ১৯১৪৭১৮২৯৯


কোন প্রকার ইনভেস্ট ছাড়া অনলাইনে টাকা ইনকাম করতে হলে এই ব্যানারে ক্লিক করুন এবং একটি একাউন্ট করুন।পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে-ধন্যবাদ
All In One 8997556017004164391

একটি মন্তব্য পোস্ট করুন

  1. আপনার সাইটে আল্লাহর ৯৯ টি নাম এর স্লাইড টা কিভাবে দিছেন?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

      মুছুন
    2. ব্লগে সাইন ইন করে টেমপ্লেট এ গিয়ে নতুন এড গেজেট নিতে হবে। এইচটিএমএল নিয়ে তাতে নিচের কোন সম্পূর্ণ পেষ্ট করতে হবে।-(নিচের কোড দেয়া হলো বিস্তারিত পরে দিব)
      ১। আল্লাহ্‌, ২। আর রহিম- পরম দয়ালু, ৩। আর রহমান- পরম দয়াময়, ৪। আল জাব্বার-পরাক্রমশালী, ৫। আল-আজিজ-প্রবল, ৬।আল-মুহায়মিন-রক্ষণ ব্যবস্থাকারী ৭। আল-মুমিন- নিরাপত্তা বিধায়ক, ৮। আস-সালাম-শান্তি বিধায়ক, ৯। আল-কুদ্দুস- নিষ্কলুষ, ১০। আল-মালিক- সর্বাধিকারী, ১১। আল-ওয়াহহাব- মহা বদান্য, ১২। আল-কাহার- মহাপরাক্রান্ত, ১৩। আল-গাফফার-মহাক্ষমাশীল, ১৪। আল মুসাওবির- রুপদানকারী, ১৫। আল-বারী- উন্মেষকারী, ১৬। আল খালিক- সৃষ্টিকারী, ১৭। আল মুতাকাব্বির- অহংকারের ন্যায্য অধিকারী, ১৮। আল রাফি- উন্নয়নকারী, ১৯। আল খাফিদ- অবনমনকারী, ২০। আল বাসিত- সম্প্রসারণকারী, ২১। আল কাবিদ- সংকোচনকারী, ২২। আল আলীম- মহাজ্ঞানী, ২৩। আল ফাত্তাহ- মহাবিজয়ী, ২৪। আর রাজ্জাক- জীবিকাদাতা, ২৫। আল লাতিফ- সুক্ষ দক্ষতাসম্পন্ন, ২৬। আল আদল- ন্যায়নিষ্ঠ, ২৭। আল হাকাম- মিমাংসাকারী, ২৮। আল বাসির- সর্বদ্রষ্টা ২৯। আস সামী- সর্বশ্রোতা, ৩০। আল মুযিল্ল- হতমানকারী, ৩১। আল-মুইয্‌য- সম্মানদাতা, ৩২। আল কাবীর- বিরাট, মহৎ, ৩৩। আল আলী-অত্যুচ্চ, ৩৪।আশ শাকুর- গুণগ্রাহী, ৩৫। আল গফুর- ক্ষমাশীল, ৩৬। আল আজীম-মহিমাময়, ৩৭। আল হালীম- সহিষ্ণু, ৩৮। আল খাবীর- সর্বজ্ঞ, ৩৯। আল মুজীব- প্রার্থনা গ্রহণকারী ৪০। আর রাকীব- নিরীক্ষণকারী, ৪১। আল কারীম-মহামান্য, ৪২। আল জালীল- প্রতাপশালী, ৪৩। আল হাসীব- মহাপরীক্ষক, ৪৪। আল মুকিত- আহার্যদাতা, ৪৫। আল হাফীজ- মহারক্ষক, ৪৬। আল হাক্‌ক-সত্য, ৪৭। আশ-শাহীদ-প্রত্যক্ষকারী ৪৮। আল বাইছ-পুনরুত্থানকারী, ৪৯। আল মাজীদ- গৌরবময়, ৫০। আল ওয়াদুদ- প্রেমময়, ৫১। আল হাকীম –বিচক্ষণ, ৫২। আল ওয়াসি- সর্বব্যাপী, ৫৩। আল মুবদী- আদি স্রষ্টা, ৫৪। আল মুহসী- হিসাব গ্রহণকারী, ৫৫। আল হামিদ-প্রশংসিত, ৫৬। আল ওয়ালী- অভিভাবক, ৫৭।আল মাতীন- দৃড়তাসম্পন্ন, ৫৮।আল কাবী- শক্তিশালী, ৫৯। আল ওয়াকীল- তত্বাবধায়ক, ৬০। আল মাজিদ-মহান, ৬১। আল ওয়াজিদ-অবধারক, ৬২। আল কায়্যুম- স্বয়ং স্থিতিশীল, ৬৩। আল হায়্যু- জীবিত ৬৪। আল মুমীত- মরণদাতা, ৬৫। আল মুহয়ী- জীবনদাতা, ৬৬। আল মুঈদ- পুনঃ সৃষ্টিকারী, ৬৭। আল আওয়াল- অনাদী, ৬৮। আল মুয়াখখীর- পশ্চাদবর্তীকারী, ৬৯। আল মুকাদ্দিম- অগ্রবর্তীকারী, ৭০। আল মুকতাদীর- প্রবল, পরাক্রম, ৭১। আল কাদীর- শক্তিশালী, ৭২। আস সামাদ- অভাবমুক্ত, ৭৩। আল ওয়াহিদ- একক, ৭৪। আত তাওয়াব- তওবা গ্রহণকারী, ৭৫। আল বার্‌র- ন্যায়বান, ৭৬। আল মুতাআলী- সুউচ্চ, ৭৭। আল ওয়ালী- কার্যনির্বাহক, ৭৮। আল বাতিন- গুপ্ত, ৭৯। আল জাহির- প্রকাশ্য, ৮০। আল আখির- অনন্ত, ৮১। আল মুকসিত- ন্যায়পরায়ণ, ৮২।যুল জালাল ওয়াল ইকরাম- মহিমান্বিত ও মাহাত্ম্যপূর্ণ ৮৩।মালিকুল মুলক-রাজ্যের মালিক, ৮৪। আর রাউফ- কোমল হৃদয়, ৮৫। আল আওউফ-ক্ষমাকারী, ৮৬। আল মুনতাকীম- প্রতিশোধ গ্রহণকারী, ৮৭। আল হাদী- পথ প্রদর্শক, ৮৮। আন নাফী- কল্যাণকর্তা, ৮৯। আদ দারর – ( তাগুতের) অকল্যাণকর্তা, ৯০। আল মানি- প্রতিরোধকারী, ৯১। আল মুগনী- অভাব মোচনকারী, ৯২। আল গানী- সম্পদশালী ৯৩। আল জামি- একত্রীকরণকারী, ৯৪। আস সাবুর- ধৈর্যশীল, ৯৫। আল রশীদ- সত্যদর্শী, ৯৬। আল ওয়ারিছ- উত্তরাধিকারী, ৯৭। আল বাকী- চিরস্থায়ী, ৯৮। আল বাদী- অভিনব সৃষ্টিকারী, ৯৯। আন নূর- জ্যোতি ।

      মুছুন
    3. এই গুলো এখানে আল্লাহর 99টা নাম পেষ্ট করতে হবে। কপি করে রাখতে হবে ।

      মুছুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter