> Monitor এর Screen উল্টা হলো যা করণীয়- | আজমলের ব্লগ
Loading...

Monitor এর Screen উল্টা হলো যা করণীয়-

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজ অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে লিখব লিখব, কিন্তু ঠিক মত লিখা হয় না।ত...

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজ অনেকদিন ধরে একটা বিষয় নিয়ে লিখব লিখব, কিন্তু ঠিক মত লিখা হয় না।তাইআজকে ঘুম থেকে উঠে লিখেই ফেললাম। হ্যা ঠিক ধরেছেন, তা হলো- Monitor এর Screen উল্টানো নিয়ে। বর্তমানে আমরা গ্রাফিক্স এ কাজ অথবা গেম খেলতে গিয়ে অথবা বিভিন্ন সময় দ্রুত কাজ করতে গিয়ে অনেক সময় Monitor এর Screen উল্টায়ে ফেলি
। যার ফলে Start মেনু চলে যায় উপরে আর উপরের অংশ হলে আসে নিচে। নিচের ছবি লক্ষ্য করলেই বুঝতে পারবেন-


আসলে দ্রুত কাজ করতে গিয়ে আমরা অনেকেই একসাথে Ctrl + Alt + ¯ (Down Arrow) চাপ দেই। এর ফলে মনিটরের স্ক্রী উল্টায়ে যায়। আসলে এটাকে কম্পিউটারের ভাষায় বলে ডিগ্রী পরিবর্তন। আমরা অনেকেই এই বিষয় জানি না তাই দ্রুত কোন কম্পিউটার সার্ভিসিংকারীর কাছে নিয়ে যাই। আসলে এটা খুব ছোট একটা কাজ। সেটা হলো আপনার এই রকম হলে আপনি পুনরায় Ctrl + Alt + ­ চাপ (Up Arrow) চাপ দেই। দেয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে।
এবার আসেন আমি এটাকে চিরদিনের জন্য বন্ধ রাখি। এই কাজটা করতে হলে আপনাকে সিস্টেম ট্রে(মনিটরের একদম ডান কোনায় যেখানে সাউন্ড বা ঘড়ি থাকে) ছোট মনিটরের মত আইকন থাকবে। নিচের ছবিটি লক্ষ করুন-


তবে গ্রাফিক্স কার্ড যদি সেটআপ করা না থাকে, তাহলে এই অপশনটা আসবে না। আবার সব গ্রাফিক্স কার্ডের এই আইকন এক না হতে যারে। তবে গ্রাফিক্স কার্ড সেটআপ করলে এটা অবশ্যই থাকবে। ওখানে ওই আকনের গায়ে রাইট বাটন ক্লিক করে Graphics Properties অপশন খুজতে হবে এবং ওইটার আন্ডারে Hot Keys আওতায় Enable টা উন উজ্জল থাকবে। কিন্তু  Disable উজ্জল থাকবে। আপনাকে Disable এ ক্লিক করলে এটি ডিজাবেল হযে যাবে। তারপরে আর কখনই আপনি Ctrl + Alt ধরে যেকোন এ্যারো চাপ দেননা কেন? আপনার স্ক্রীপ উল্টাবে না।


আশা করি বুঝতে পেরেছেন। যদি কোন সমস্যা মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবে। নয়তাবা আমাকে মোবাইল করতে পারেন-01914718299 ধন্যবাদ।

এডোব ফটোসপ সিএস ৩(Adobe Photoshop CS3) এর উপর সম্পূর্ণ বাংলা ভিডিও টিউটোরিয়াল তৈরী করা হচ্ছে। আপনারা যদি শিখতে চান তাহলে নিচের ব্যানারে ক্লিক করুন-

All In One 2471333070329940435

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter