> ভারতীয় ভিসা পেতে ই-টোকেন লাগবে না | আজমলের ব্লগ
Loading...

ভারতীয় ভিসা পেতে ই-টোকেন লাগবে না

ভারতীয় ভিসা পেতে এখন আর ই-টোকেট লাগবে না। ঢাকায় ভারতীয় দূতাবাস তাদের ভিসা প্রক্রিয়ায় এ পরিবর্তন এনেছে। নতুন নিয়মে টুরিস্ট ভিসার আবেদ...

ভারতীয় ভিসা পেতে এখন আর ই-টোকেট লাগবে না। ঢাকায় ভারতীয় দূতাবাস তাদের ভিসা প্রক্রিয়ায় এ পরিবর্তন এনেছে। নতুন নিয়মে টুরিস্ট ভিসার আবেদনকারীদের সাক্ষাতের তারিখ একবার ব্যবহারযোগ্য একটি পাসওয়ার্ড মোবাইল ফোনে এসএমএস করবে ভারতীয় দূতাবাস।



এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, এসএমএসটি দেখিয়ে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসিতে ঢুকতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে।
এছাড়া আবেদনকারীদের নিজের মোবাইল নম্বরসহ অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে।
তবে গত ৫ জুন পর্যন্ত যেসব আবেদনকারী বর্তমান ব্যবস্থায় সাক্ষাতের জন্য তারিখ পেয়েছেন, তাদের জন্য নতুন নির্দেশনা প্রযোজ্য হবে না।
এছাড়া সাক্ষাতের তারিখ বা ই-টোকেন ছাড়া ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণের জন্য বিশেষ ঈদ ক্যাম্পের আয়োজন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন, যা জুনের চার তারিখ থেকে শুরু হবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
যেসব আবেদনকারীর সাক্ষাতের তারিখ আছে তারা ঢাকার গুলশান, ধানমণ্ডি, উত্তরা ও মতিঝিল এবং ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ ও খুলনায় আইভিএসি কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন। মেডিক্যাল, বিজনেস ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রগুলোতে গ্রহণ করা হবে।
সাক্ষাতের তারিখ নির্ধারণের জন্য দূতাবাসের এখনকার যে পদ্ধতি কার্যকর রয়েছে তা নিয়ে বাংলাদেশে বিস্তর বিতর্ক রয়েছে। ভিসা প্রার্থীদের অভিযোগ অর্থ লেনদেন ছাড়া বাংলাদেশের কোনো ভিসা প্রার্থীই ভারতীয় দূতাবাসে সাক্ষাতের তারিখ নিতে পারেন না। ভিসা পেতে অর্থের বিনিময়ে ই-টোকেন পাওয়ার বিষয়টি ঢাকায় ভারতীয় দূতাবাসের নজরে আনা হলে, এ মাসের শুরুতে দূতাবাসের পক্ষ থেকে লিখিতভাবে বিবিসি বাংলাকে জানানো হয়েছে ভিসার জন্য তাদের কোনো এজেন্ট নেই।

ভারতের ভিসা পাওয়ার জটিলতার বিরুদ্ধে বাংলাদেশে সম্প্রতি যারা আন্দোলন করেছিলেন, তাদের আশা নতুন ব্যবস্থায় ভিসা পাওয়ার জটিলতা কিছুটা হলেও কমবে।

হেল্পলাইন নাম্বারঃ ০৯৬১২ ৩৩৩৬৬৬ এবং ০৯৬১৪ ৩৩৩৬৬৬

ইন্ডিয়ান হাই কমিশনের ফেইসবুক লিঙ্ক : https://www.facebook.com/IndiaInBangladesh
আবেদনপত্র জমা দেওয়ার আগে আগ্রহীরা নির্দেশাবলি পাবেন এ লিঙ্কে : http://www.hcidhaka.gov.in/
ভিসা আবেদনের জন্য এ লিঙ্কটি ক্লিক করুন : http://indianvisa-bangladesh.nic.in/visa/index.html



All In One 4336829793624766352

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter