> ব্লগস্পটের navbar বাদ দেবার নিয়ম | আজমলের ব্লগ
Loading...

ব্লগস্পটের navbar বাদ দেবার নিয়ম

আমরা অনেকেই আছি যারা ব্লগস্পটে একটি সুন্দর ব্লগ তৈরী করি। কিন্তু সমস্যা হলে navbar নিয়ে কেউ চায়না এটি থাকুক। এটার ফলে ব...

আমরা অনেকেই আছি যারা ব্লগস্পটে একটি সুন্দর ব্লগ তৈরী করি। কিন্তু সমস্যা হলে navbar নিয়ে কেউ চায়না এটি থাকুক। এটার ফলে ব্লগের সুন্দর ভাবটা নষ্ট হয়ে যায়। আমি আমার ব্লগের এই বারটি বাদ দিয়েছি। নিচে যে ছবিটি দেখতে পাচ্ছে তা হলো navbar

এবার আপনারাও বাদ দেন এবং ব্লগকে করে তুলুন আরো আকর্ষনীয় সুন্দর। যাই হোক আমি এবার একটি উদ্যোগ নিয়েছি তা হলো ব্লগ তৈরী শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শিখাবো আমার এই ব্লগে। তাও আবার ছবি সহকারে এবং খুব সহজ ভাষায়। যাইহোক আর কথা বাড়ালাম না। প্রথমে আপনার ব্লগে প্রবেশ করুন তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এখানে লাল বর্ডার দেয়া ডিজাইন ক্লিক করুন তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।  

এখানে লাল বর্ডার দেয়া এডিট এইচটিএমএল ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। 

সেখানে লালবর্ডার দেয়া জায়গায় ক্লিক করে একটু নিচে নামতে হবে। 
তারপরে আমার ছবিটি সিলেক্ট করা নীল দাগের জায়গায় আমার এই কোডটি বসান।
navbar-iframe {
display: none !important;
}
তবে ছবিতে যেটা দেখতে পাচ্ছে সেটি আমার বসানো। সেভ না করে প্রিভিউ দেখেন তাহলে বুঝবেন হয়েছে কিনা। যদি হয় তাহলে সেভটেমপ্লেট ক্লিক করে কাজটি সম্পূর্ণ করুন।
ভাল লাগলে মন্তব্য করবেন। আর কি কি পোষ্ট আপনাদের প্রয়োজন তা আমাকে মেইল করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের চাহিদা পূরণ করার জন্য। ধন্যবাদ।
ব্লগস্পট 1294179266628079713

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter