সিস্টেম প্রোপারটিজে ছবি সংযুক্ত করা
সত্যি কথা বলতে গেলে কি এই সম্পর্কে অনেকেই জানে। কিন্তু যারা নতুন পিসি ব্যবহার করে তারা কিন্তু এই ব্যাপারে জানে না বললেই চলে। সিস্টেম প্রোপার...
http://total-sw.blogspot.com/2012/01/blog-post_05.html
সত্যি কথা বলতে গেলে কি এই সম্পর্কে অনেকেই জানে। কিন্তু যারা নতুন পিসি ব্যবহার করে তারা কিন্তু এই ব্যাপারে জানে না বললেই চলে। সিস্টেম প্রোপারটিজ বলতে বুঝায়, আপনার মাই কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে প্রোপ্রাটিজে ক্লিক করলে যে সিস্টেম প্রোপারটিজ নামক বক্স আসে। সেখানে একটি মনিটর এর ছবির ভিতরে এক্সপির লোগো দেয়া আছে,
ঠিক তার নিচে আপনার ছবি, প্রতিষ্ঠানের লোগো এবং বিভিন্ন ইনফরমেশন সংযুক্ত করা যায়। যাকে বলে অমিবায়োস লোগো(oembios), অমিবায়োস ইনফরমেশন, ফাইলগুলোর ফরমেট হল বিন, ডেট, সিস, বিএমপি, আইএনএফ ফাইল। আর এটি করা কোন কষ্টের কাজ নয়, একদম সহজ। এর জন্য কিছু ফাইল আছে যা আপনি আপনার সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারের ভিতরে সিস্টেম৩২ নামক ফোল্ডারে সেই সব প্রয়োজনীয় ফাইল কপি করে রাখলেই হবে। প্রথমে এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করুন । আনজীপ করে নিন। অমিবায়োস লোগো যা কিনা বিএমপি ফরম্যাটে করা সেই লোগো পরিবর্তন করে আপনার লোগো দিন। অমিবায়োস ইনফরমেশন এর ভিতরে প্রবেশ করুন নিচে ছবি দেখুন
এবং আমার নাম, মোবাইল, ই-মেইল, ওয়েব, ঠিকানা এই সব পরিবর্তন করে আপনার ঠিকানা লিখুন। আর আপনি যদি লাইন আরো বাড়াতে চান তাহলে লাইন ১১ অথবা লাইন ১২ এর পরে আপনি লিখবেন লাইন ১২ এভাবে করে আপনি যত লাইন বাড়াতে চান ততবার লিখবেন লাইন ১২, লাইন ১৩ লাইন ১৪ পরে সেভ করে ফাইলটি ক্লোজ করুন। এবার সবগুলো ফাইল কপি করে মাই কম্পিউটার ওপেন করুন সি ড্রাইভে প্রবেশ করুন উইন্ডোজ ফোল্ডারে গিয়ে সিস্টেম ৩২(C:\WINDOWS\system32) ফোল্ডার ওপেন করে পেষ্ট করুন।
এবার ফোল্ডারটি ক্লোজ করে মাই কম্পিউটার প্রোপ্রারটিজ ওপেন করে দেখুন আপনার কাজ হয়ে গিয়েছে।
আপনার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড হচ্ছে না......... আপলোড দেখাচ্ছে........
উত্তরমুছুনডাউনলোড করুন- ডাউনলোড লিঙ্ক Ok
মুছুন