> অডিও সিডি কপি করা(সহজ উপায়) | আজমলের ব্লগ
Loading...

অডিও সিডি কপি করা(সহজ উপায়)

বর্তমান বাজারে বিভিন্ন ধরনের   অডিও , ভিডিও , এমপিথ্রি গানের সিডি / ডিভিডি রয়েছে। যা অনেকেই কিনে এনে পিসিতে কপি করে রাখে। কিন...

বর্তমান বাজারে বিভিন্ন ধরনের অডিও, ভিডিও, এমপিথ্রি গানের সিডি/ডিভিডি রয়েছে। যা অনেকেই কিনে এনে পিসিতে কপি করে রাখে। কিন্তু এমপিথ্রি, ভিডিও সিডি থেকে গানগুলো কপি হয়, তবে অডিও সিডি সরাসরি কপি হয় না। এই অডিও সিডি কপি করতে হলে এমফিথ্রি বানিয়ে কপি করতে হয়। তাই আপমি আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১০ সাহায্যে অডিও সিডিকে এমপিথ্রি বানাতে হয়।
আপনাদে কাছে মিডিয়া প্লেয়ার ১০ না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন এবং সেটআপ করুন(কেউ যদি সেটআপ করতে না পারেন তাহলে কমেন্ট অথবা -মেইল করে জানাতে হবে) সেটআপ শেষ হলে মিডিয়া প্লেয়ার চালূ করুন। চালু হলে প্লেয়ারের গায়ে মাউসের রাইট বাটন ক্লিক করুন। আমার ছবির মত।
এর ফলে একটি মেনু ওপেন হবে। সেই মেনুতে লক্ষ করুন টুল নামে একটি মেনু আছে। তাতে ক্লিক করুন। এর ফলে নিচে ছবির মত একটি অপশনবক্স আসবে। 
এখানে  আপনাকে রিপ নামক সাব-মেনু তে ক্লিক করতে হবে। এর ফলে রিপমেনুর সব অপশন আপনার সামনে চলে আসবে।
রিপসেটিং এর নিচে ফরম্যাট লিখা আছে। সেখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে MP3 তে ক্লিক করুন। 
তার নিচে Rip When CD Insert  এবং CD Eject When ripping complete এই দুটি বক্স ক্লিক করুন। প্রথম বক্সে (Rip When CD Insert ) ক্লিক করার কারণ হল যখন আপনি কোন অডিও সিডি আপনার সিডি রমে প্রবেশ করাবেন তখন এটি অটোমেটি রিপ চালু হয়ে যাবে। ২য় বক্সে(CD Eject When ripping complete) ক্লিক করার কারণ হলো যখন রিপ করা শেষ(এমপিথ্রি)তখন সিডিটি সিডি/ডিভিডি রম থেকে বের হয়ে যাবে। যাইহোক দুটি বক্সে টিক দেওয়া হলে এপ্লাই এর ক্লিক করে ওকে ক্লিক করুন। এর পরে আপনি যতবার অডিও সিডি সিডি রমে প্রবেশ করাবেন ততবার রিপ হয়ে সিডি বের হয়ে যাবে। আপনার রিপ করা গান গুলো পাবেন(C:\Documents and Settings\Khan\My Documents\My Music) আপনার পিসির মাই ডকুমেন্টে গিয়ে মাই মিউজিক আন-ননআর্টিস এবং ওই দিনের তারিখ থাকবে। আশা করি বুঝতে কষ্ট হয়নি। যে কোন সমস্যা হলে মন্তব্য করে অথবা -মেইল করে জানাতে পারেন।...
প্রতিটি Link এ Click করে 5 second Wait করেন । তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন
টিউটোরিয়াল 363641347943976257

একটি মন্তব্য পোস্ট করুন

  1. ধন্যবাদ জনাব খান সাহেব একটি সুন্দর পোষ্টের জন্য এগিয়ে যান আপনার লক্ষে।

    উত্তরমুছুন
  2. ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আবার ব্লগে আসার জন্য। আশাকরি নিয়মিত থাকবেন। নতুন পুরাতন কিছু পাবেন

    উত্তরমুছুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter