ছবিতে দিন চমৎকার ফ্রেম ইফেক্ট -ফটোসাইন না দেখলে মিস...
বর্তমানে মোবাইল দিয়ে ছবি তুলতে সবাই জেন এক্সপার্ট। যে কোন অনুষ্ঠানে গেলেই কোন কথাই নেই। পকেট থেকে মোবাইল বের করে ছবি তুলা শুরু হয়ে যায়। পরে ...
http://total-sw.blogspot.com/2012/01/blog-post_09.html
বর্তমানে মোবাইল দিয়ে ছবি তুলতে সবাই জেন এক্সপার্ট। যে কোন অনুষ্ঠানে গেলেই কোন কথাই নেই। পকেট থেকে মোবাইল বের করে ছবি তুলা শুরু হয়ে যায়। পরে যদি আপনি এই ছবিতে কোন ফ্রেম যাতীয় ইফেক্ট বসাতে পারেন তাহলে কোন কথাই নেই। বরং এমক কিছু ইফেক্ট যা সত্যিই মন কেড়ে নেয়। দেখে মনে হবে যে কত সময় ধরে করা হয়েছে এই কাজ। কিন্তু না এই জাতীয় কাজ করতে আপনার কোন গ্রাফিক্স বা ফটোর কোন সফট এর কাজ জানা লাগবে না।
“আমি একটি ছবিকে কয়েকটি ফ্রেম এর ইফেক্ট ব্যবহার করেছি”
ফটোসাইন সফট দিয়ে আপনি অনায়াসে এবং খুব সহজে করতে পারবেন এই কাজ। আজকেই আমি আপনাদের শিখাবো কিভাবে করতে হয়। প্রথমে নিচের চারটি পার্ট ডাউনলোড করে নিন এবং সেটআপ করুন(যারা পার্ট করা সফট একটি ফাইল করতে পারেন না তারা এইখানেদেখুন)। সফটি চালু করলে নিচের মত ছবি দেখতে পাবেন।
এবার বামপাশে যেকোন একটি ফ্রেম এ ডবল ক্লিক করুন তাহলে একটি ম্যাসেস বক্স আসবে তাতে ওকে ক্লিক করলে নিচের ছবির মত একটি ওপেন বক্স আসবে
তাতে আপনার ছবি যেখানে আছে সেখানে গিয়ে ছবি সিলেক্ট করে ওপেন ক্লিক করুন। তারপরে নিচের মত ছবি হবে।
এবার পুনরায় যেকোন একটি ফ্রেম এ ক্লিক করুন। তারপরে দেখুন মজা।
বামপাশে ফ্রেমগুলোর নিচে লক্ষ করুন ১, ২, ৩, ৪, ৫, ৬,৭ এভাবে অনেক গুলো ইফেক্ট ফ্রেম আছে এক কেটাগোরিতে।
আপনি যদি মনে করেন অন্য কোন ক্যাটাগরি ব্যবহার করবে তাহলে সবুজ রং এর বাটনে ক্লিক করুন তাহলে সেই ক্যাটাগরির সব দেখাবে আবার ওই ক্যাটাগরির মধ্যে আরো পেজ আছে যার নিচে নাম্বার দেয়া আছে। আশা করি বুঝতে কষ্ট হয়নি। যেই ইফেক্ট প্রয়োজন হবে তার গায়ে ক্লিক করলেই চলবে। এবার সেভ করার পালা। নিচে আমার দেয়া ছবিতে লক্ষ করুন লাল বর্ডার দেয়া আছে তাতে ক্লিক করুন।
এর ফলে একটি সেভ এজ বক্স আসবে।
ফাইল নেম এ আপনার নাম অথবা যেই নামে সেভ করবেন(আমি নিউ স্টাইল দিয়েছি) তা দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ এভাবে আপনি যত খুশি তত ছবিতে ফ্রেম এর ইফেক্ট দিতে পারবেন। কোন ঝামেলা ছাড়াই।
তাতে আপনার ছবি যেখানে আছে সেখানে গিয়ে ছবি সিলেক্ট করে ওপেন ক্লিক করুন। তারপরে নিচের মত ছবি হবে।
এবার পুনরায় যেকোন একটি ফ্রেম এ ক্লিক করুন। তারপরে দেখুন মজা।
বামপাশে ফ্রেমগুলোর নিচে লক্ষ করুন ১, ২, ৩, ৪, ৫, ৬,৭ এভাবে অনেক গুলো ইফেক্ট ফ্রেম আছে এক কেটাগোরিতে।
আপনি যদি মনে করেন অন্য কোন ক্যাটাগরি ব্যবহার করবে তাহলে সবুজ রং এর বাটনে ক্লিক করুন তাহলে সেই ক্যাটাগরির সব দেখাবে আবার ওই ক্যাটাগরির মধ্যে আরো পেজ আছে যার নিচে নাম্বার দেয়া আছে। আশা করি বুঝতে কষ্ট হয়নি। যেই ইফেক্ট প্রয়োজন হবে তার গায়ে ক্লিক করলেই চলবে। এবার সেভ করার পালা। নিচে আমার দেয়া ছবিতে লক্ষ করুন লাল বর্ডার দেয়া আছে তাতে ক্লিক করুন।
এর ফলে একটি সেভ এজ বক্স আসবে।
ফাইল নেম এ আপনার নাম অথবা যেই নামে সেভ করবেন(আমি নিউ স্টাইল দিয়েছি) তা দিয়ে সেভ বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ এভাবে আপনি যত খুশি তত ছবিতে ফ্রেম এর ইফেক্ট দিতে পারবেন। কোন ঝামেলা ছাড়াই।
১। আমার ওয়েব সাইটের ডানপাশে লিখা আছে“ আপনার ই-মেইল লিখুন” এইখানে আপনার ই-মেইল লিখেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
২। তারপরে ফিডবার্নার নামে আরেকটি ফায়ারফক্স চালু হবে। নিচে ফাকা টেক্স বক্সে বড় নিল রং এর লিখা লিখে কমপ্লিট বাটনে ক্লিক করুন।
৩। আপনার কোড লিখাটি সঠিক হলে আরেকটি বক্স আসবে ই-মেইল সাব-স্কক্রিমশন রি-কুয়েস্ট। ক্লোজ উইন্ডোতে ক্লিক করুন।
৪। আপনার ইমেইল খুলুন। ওখানে লক্ষ করুন ফিড বার্নার থেকে একটি ম্যাসেজ গিয়েছি। তাতে একটিভ করার জন্য লম্বা আন্ডার লাইন দেয়া একটি লাইন আছে তাতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আমি যতবার আমার ওয়েব পোষ্ট অথবা টপিক লিখব তা আপনি অটোমেটি ই-মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ।
কিছুই না বুঝলে আমাকে মোবাইল করতে পারেনঃ ০১৯১৪-৭১৮২৯৯
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com