> ব্লগস্পটে রিপ্লে (Replay) বাটন সংযুক্ত করা- | আজমলের ব্লগ
Loading...

ব্লগস্পটে রিপ্লে (Replay) বাটন সংযুক্ত করা-

গুগল এর ব্লগ এখন ফ্রিতে করা যায় বলেই বর্তমান অনেকেই গুগল এর ব্লগস্পটে ব্লগ খুলে থাকেন। তাতে অনেক ভিজিটর আসে এবং তারা আপনার পোষ্ট করা কম্পিউট...

গুগল এর ব্লগ এখন ফ্রিতে করা যায় বলেই বর্তমান অনেকেই গুগল এর ব্লগস্পটে ব্লগ খুলে থাকেন। তাতে অনেক ভিজিটর আসে এবং তারা আপনার পোষ্ট করা কম্পিউটার তথ্য পরে মন্তব্য করে। কিন্তু সমস্যা তখন দাঁড়ায় যখন আপনি মন্তব্য করতে যান। কারন ব্লগে কোন রিপ্লে বাটন নেই, যাতে করে আপনি মন্তব্যকারী ব্যক্তির মন্তব্যের পরিবর্তে কিছু একটা বলবেন।
কারণ কারো মন্তব্যের পরিবর্তে কিছু বলে সেই ব্যক্তি সুখি হয় এবং বেশি বেশি ভিজিট করে এবং মন দিয়ে পোষ্ট করে তার মন্তব্য করতে উৎসাহিত হয়। তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্লগে রিপ্লে বাটন সংযুক্ত করা যায়। এই জন্য প্রথমে আপনার বগ্লে প্রবেশ করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এখানে লাল বর্ডার দেয়া ডিজাইন ক্লিক করুন তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।  
এখানে লাল বর্ডার দেয়া এডিট এইচটিএমএল ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।



এখন Expand Widget templates লিখা বক্সে টিক চিহ্ন দিন। এবার কিবোর্ড থেকে ফাইন্ড কমান্ড দিন (Ctrl+F) নিচে একটি বক্স আসে তাতে এটি <data:commentPostedByMsg/>  পেষ্ট করে খুজুন। খোজা হলে ঠিক এর উপরে এই
<span><a expr:href='&quot;https://www.blogger.com/comment.g?blogID=990562939502650913&amp;postID=&quot; + data:post.id + &quot;&amp;isPopup=true&amp;postBody=%40%3C%61%20%68%72%65%66%3D%22%23&quot; + data:comment.anchorName + &quot;%22%3E&quot; + data:comment.author + &quot;%3C%2F%61%3E#form&quot;' onclick='javascript:window.open(this.href, &quot;bloggerPopup&quot;, &quot;toolbar=0,location=0,statusbar=1,menubar=0,scrollbars=yes,width=450,height=450&quot;); return false;'>[Reply]</a></span>
কোড বসান। তাহলে আমার নিচের ছবির মত হবে।
আমার ছবিতে বা কোডে লক্ষ করুন যে একটি নাম্বার 990562939502650913 দেয়া আছে তা পরিবর্তন করে আপনার ব্লগের কোড বসান। কোডটি পেতে হলে আপনাকে blogger Design > Page Elements যেতে হবে।
 যাবার পরে এড্রেস বারে লক্ষ করুন যে একটি কোড আছে। ওই কোড কপি করে আমার নাম্বারের জায়গায় পেষ্ট করুন। বাস আপনার কাজ শেষ-সেভ করুন আর প্রিভিউ দেখুন। ভাল লাগলে মন্তব্য করতে ভুলবেন না।
ব্লগস্পট 6997942477777115089

একটি মন্তব্য পোস্ট করুন

  1. ভাই আপনার লেখাটা অনেক ভাল লাগছে..যদিও রিপ্লে বাটন যুক্ত করতে পারি নাই ..এটা আমার ব্যর্থতা ..আমি বুজতে পারছি না ...আমি আসলে একদম নতুন এলাইনে..বিস্তারিত পড়ুন এটা বসাইতে পারছি..আপনার পেজটা ভাল বানাইছেন ...উপরের মেনু বার টা কিভাবে তৈরী করেছেন বিস্তারিত বললে উপকৃর্ত হব। biswas1819.blogspot.com..আমারটা দেখলে আপনারা হাসবেন..হাসতে চাইলে দেখতে পারেন। ‍আমার মেইল biswas_st@yahoo.com...ভাল থাকবেন

    উত্তরমুছুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter