ফেসবুকে এখন কিডনি লেনদেন
ফেসবুক শুধু সামাজিক যোগাযোগেরই সাইট নয়, কিডনি লেনদেনের স্থানও বটে। সম্প্রতি এক জরিপে দেখা যায়, কিডনি রোগীরা কিডনি পেতে এখন ফেসবুকে সাহায্য ...
http://total-sw.blogspot.com/2012/01/blog-post_13.html
ফেসবুক শুধু সামাজিক যোগাযোগেরই সাইট নয়, কিডনি লেনদেনের স্থানও বটে। সম্প্রতি এক জরিপে দেখা যায়, কিডনি রোগীরা কিডনি পেতে এখন ফেসবুকে সাহায্য প্রার্থনা করছেন। কাজেই কিডনি পেতে ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিডনি সার্চ করছেন অনেকেই।
যিনি স্বেচ্ছায় নিজের একটি কিডনি দিতে রাজি তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে। আর এভাবে সম্প্রতি কিডনি পেয়েছেন সিয়াটলের ড্যান গ্যারেট। কিডনির খোঁজ করে ড্যানের স্ত্রী ফেসবুকে দাতার খোঁজ করছিলেন। আর এভাবে তিনি সফলও হয়েছেন। ফেসবুকে কিডনি বা অঙ্গ-প্রত্যঙ্গ বিনিময়ের প্রবণতা ক্রমশ বাড়ছে। স্রেফ কিডনি প্রয়োজন লিখে সার্চ দিলেই কয়েক ডজন পেজ পাওয়া যাচ্ছে। অঙ্গ-প্রত্যঙ্গ দানকারী বিভিন্ন গ্রুপও এমন পেজ খুলেছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
যিনি স্বেচ্ছায় নিজের একটি কিডনি দিতে রাজি তাদের মধ্যে যোগাযোগ হচ্ছে। আর এভাবে সম্প্রতি কিডনি পেয়েছেন সিয়াটলের ড্যান গ্যারেট। কিডনির খোঁজ করে ড্যানের স্ত্রী ফেসবুকে দাতার খোঁজ করছিলেন। আর এভাবে তিনি সফলও হয়েছেন। ফেসবুকে কিডনি বা অঙ্গ-প্রত্যঙ্গ বিনিময়ের প্রবণতা ক্রমশ বাড়ছে। স্রেফ কিডনি প্রয়োজন লিখে সার্চ দিলেই কয়েক ডজন পেজ পাওয়া যাচ্ছে। অঙ্গ-প্রত্যঙ্গ দানকারী বিভিন্ন গ্রুপও এমন পেজ খুলেছে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com