জাফর ইকবাল স্যারের আরো কিছু বই-1
জ্ঞান অর্জন করার কোন শেষ নেই। আপনি চাইলে সারা জীবন এই জ্ঞান পেতে পারেন এবং অন্য কেউ তা দিতে পারবেন। তাতে করে আপনার জ্ঞান একটুও কমবে না, বরং ...
http://total-sw.blogspot.com/2012/01/1.html
জ্ঞান অর্জন করার কোন শেষ নেই। আপনি চাইলে সারা জীবন এই জ্ঞান পেতে পারেন এবং অন্য কেউ তা দিতে পারবেন। তাতে করে আপনার জ্ঞান একটুও কমবে না, বরং আরো অধিক হারে বাড়বে। কিন্তু এখন প্রশ্ন জাগে কিভাবে পাব এই জ্ঞানের এক বিশাল ভান্ডার?
হ্যাঁ আপনি ঠিক ভেবেছেন, বই পড়ে এই জ্ঞান অর্জন করা সম্ভব। তাই আপনাদের প্রিয় লেখক জাফর ইকবাল স্যারের আরো কিছু বই। আমার কালেকশনে প্রচুর বই আছে। এর থেকে আপনাদেরজন্য কিছু দিলাম পড়ার জন্য। যদি ভাল লাগে তাহলে মন্তব্য করে জানাবেন। আস্তে আস্তে সব গুলো বই পর্যায়ক্রমে আপনারা পেয়ে পাবেন। এছাড়াও আপনাদের আর কি কি বই লাগবে বা কোন কোন লেখকের বই আপনার বেশি ভালবাসেন তা আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব শেয়ার করার জন্য আপনার পাশাপাশি অন্য ব্যক্তিরাও পাবেন। এমনকি আপনাদের নাম উল্লেখ্য করে দিব, যে এই ব্যক্তির অনুরোধে এই বই গুলো দেয়া হল-
Aami TapuAbhijan
Abonil
Andhokarer Groho
Biggani Anik Lumba
Brishtir Thikana
Copotronic Shukh Duhkho
Dushtu Dushto Cheler Dol
আমার টিউন যদি আপনাদের এতটুকু ভাল লেগে থাকে। তাহলে আপনাদের কাছে আমার অনুরোদ ফ্রি মেম্বার হবার জন্য। মেম্বার হলে পরবর্তীতে আমার প্রতিটি টিউন আপনি ই-মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। মেম্বার হবার নিয়মঃ
১। আমার ওয়েব সাইটের ডানপাশে লিখা আছে “আপনার ই-মেইল লিখুন” এইখানে আপনার ই-মেইল লিখেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন।
২। তারপরে ফিডবার্নার নামে আরেকটি ফায়ারফক্স চালু হবে। নিচে ফাকা টেক্স বক্সে বড় নিল রং এর লিখা লিখে কমপ্লিট বাটনে ক্লিক করুন।
৩। আপনার কোড লিখাটি সঠিক হলে আরেকটি বক্স আসবে ই-মেইল সাব-স্কক্রিমশন রি-কুয়েস্ট। ক্লোজ উইন্ডোতে ক্লিক করুন।
৪। আপনার ইমেইল খুলুন। ওখানে লক্ষ করুন ফিড বার্নার থেকে একটি ম্যাসেজ গিয়েছি। তাতে একটিভ করার জন্য লম্বা আন্ডার লাইন দেয়া একটি লাইন আছে তাতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আমি যতবার আমার ওয়েব পোষ্ট অথবা টপিক লিখব তা আপনি অটোমেটি ই-মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com