> আমার+তোমার+সবার প্রিয় গেম - মোস্তফা -<><> | আজমলের ব্লগ
Loading...

আমার+তোমার+সবার প্রিয় গেম - মোস্তফা -<><>

গেম খেলতে কে না ভালবাসে। আর তা যদি হয় প্রিয় গেম, তাহলে তো কোন কথাই নেই। সারাদনি পার হয়ে যায় এই গেম খেলতে গিয়ে। বর্তমার বিভিন্ন ধরনের গেম বের...

গেম খেলতে কে না ভালবাসে। আর তা যদি হয় প্রিয় গেম, তাহলে তো কোন কথাই নেই। সারাদনি পার হয়ে যায় এই গেম খেলতে গিয়ে। বর্তমার বিভিন্ন ধরনের গেম বের হয়েছে। কিন্তু কিছু কিছু গেম আছে যা আমরা সারা জীবন খেলতে ভালবাসি। তার মধ্যে মোস্তফা একটি।
 এই গেমটি আমার অনেক প্রিয় গেমের মধ্যে একটি। কিন্তু কিছু নিয়ম আছে এই গেম চালু করার। নিয়মটি অনেকেই জানে আর কেউ কেউ জানে না। যারা জানে তারা তো সারা দিন খেলেই দিন পার করে দেয়। আপনাদের আর বসিয়ে রাখব না। চটপট করে ডাউনলোড করে নিন। তারপরে সেটআপ করুন-Mustapha.

প্রতিটি Link Click করে 5 second Wait করেন তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন-
১। প্রথমে আনজীপ করে সেটআপ ক্লিক করুন, তারপরে নিচের মত ছবি আসবে
 ২। আপনাকে Next ক্লিক করতে হবে। তারপরে নিচের মত ছবিট আসবে

৩। এখানেও আপনাকে Next ক্লিক করতে হবে। তারপরে নিচের মত ছবিট আসবে

৪। এখানেও আপনাকে Next  ক্লিক করলে সেটআ শুরু হবে নিচের ছবিটি দেখুন-

৫। সেটআপ শেষ হলে নিচের মত ছবিটি আসবে এবং Finis ক্লিক করুন।
এটা গেলে আমাদের সেটআপ পর্ব। এবার গেম খেলার পালা। তবে এই গেম চালু করলে একটি ম্যাসেজ আসবে এবং বলবে যে আপনার রেজুলেশন এর সাথে মিল নেই। কোন সমস্যা নেই। আমি আপনাদের এটা শিখিয়ে দিব। যাতে করে অন্য কোন গেম খেলার সময় কোন সমস্যা হলে বা রেজুলেশন জাতীয় সমস্যা হলে কিছুটা হলেও আপনার বুঝতে পারবেন। যাইহোক গেমটিচালু করুন-
১। স্টার্ট>অল প্রোগ্রামস- মোস্তফা-ক্যাডিয়ালেস এন্ড ডাইনোসর-মোস্তফা (Start>All Programs> Mustapha> Cadillacs & Dinosaurs> Mustapha) নিচের ছবির মত।
যাদের উইন্ডোজ এক্সপির ক্লাসিক মেনু থাকে তারা কমান্ড দিবেন-
১। স্টার্ট>প্রোগ্রামস- মোস্তফা-ক্যাডিয়ালেস এন্ড ডাইনোসর-মোস্তফা (Start>Programs> Mustapha> Cadillacs & Dinosaurs> Mustapha)এর ফলে গেমটি চালু হবে। তবে যে কথাটা বলেছিলাম স্কীন রেজুলেশন সমস্যা। 
 যাইহোক ওকে ক্লিক করলে গেমটি বন্ধ হয়ে যাবে। তারপরে পূনরায় কমান্ড দিন-
১। স্টার্ট>অল প্রোগ্রামস- মোস্তফা-ক্যাডিয়ালেস এন্ড ডাইনোসর-মোস্তফা-এবার মাউসের বাম বাটন ক্লিক না করে রাইট বাটন ক্লিক করলে একটি মেনু ওপেন হবে ওই মূহুর্তে একদম নিচে প্রোপ্রারটিজে ক্লিক করুন। নিচে ছবিতে লক্ষ করুন-

এর ফলে মোস্তফা প্রোপ্রাটিজ নামে একটি বক্স ওপেন হবে। নিচে আমার ছবি লক্ষ করুন-

এবার নীল বর্ডার দেয়া ফাইন্ড টার্গেট ক্লিক করুন। তাহলে যেখানে মোস্তফা গেমটি সেটআপ হয়েছে সেই ডাইরেক্টরী ওপেন হবে। আমার ছবির মত।

নীল বর্ডার দেয়া Callus95 ফাইলটি ওপেন করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। 

নীল দাগ দেয়া ৪০০  ৩০০ এর পরিবর্ত ১০২৭  ৭৬৮ দিন। মানে হল যেখানে ৪০০ সেখানে ১০২৪ এবং যেখানে ৩০০ সেখানে ৭৬৮ দিন নিচে আমার ছবিতে লক্ষ করুন।

এবার ফাইলটি সেভ করুন। কি-বোর্ড থেকে কমান্ড দিন- Ctrl+S সেভ হলে ফাইলটি ক্লোজ করে দিন। এবার পূনরায় মোস্তফা গেমটি চালু করুন। চালূ করার সাথে সাথে আপনার স্কীন সম্পূর্ণ কালো হয়ে যাবে। আপনি ভাববেন যে গেমে কোন সমস্যা আছে তাই না? না গেমে কোন সমস্যা নেই। কি-বোর্ড এর বামপাশে একদম উপরের কোনায় যে বাটন আছে ইএসসি(ESC বাটন) চাপুন। একটি মেনু ওপেন হবে। নিচে আমার ছবি লক্ষ করুন।

গেম ক্লিক করে লোড ক্লিক করুন আমার ছবির মত।
 
তারপলে লোড গেম নামক একটি বক্স আসবে তাতে Cadillacs & Dinosaurs ক্লিক করে লোড ক্লিক করুন। 
আপনার গেম শুরু হবে। তবে স্কীণ ছোট হবে। স্কীণ বড় করতে হলে পূণরায় কি-বোর্ড থেকে ইএসসি(ESC বাটন) চাপুন। মেনুটি ওপেন হলে ভিডিও মেনুতে তে ক্লিক করে স্ট্রীজ ক্লিক করুন আমার ছবিতে লক্ষ করুন। 
 আপনার স্কীন বড় হবে। এতখন আমরা শিখলাম মেগ চালূ করা। এবার  শিখবো কয়েন নেয়া এবং কিভাবে খেলবো।
কিবোর্ডের একমদ উপরে কিছু এফ১ থেকে এফ ১২(F1-F12) বাটন আছে এগুলোকে ফাংশন কি বলে। আপনাকে কয়েন নিতে হলে প্রথমে এফ৩ চাপতে হবে পরে এফ১। এর ফলে কোন নায়ক নিয়ে খেলবেন তা চলে আসবে। নায়ক সিলেক্ট করতে হলে। কি-বোর্ড এর এ্যারো আছো তা দিয়ে সিলেক্ট করতে হবে। তার পরে ফাইনাল করার জন্য কন্ট্রোল কি চাপুন(Ctrl) এবার নিচের মত ছবিটি আসবে। 
 Ctrl চাপলে ঘুসি মারবে আর Alt চাপলে লাফ মারবে দুটো একসাথে চাপলে ডবল মারবে। এতে যদি কোন ভিলেন এর গায়ে লাগে তবে আপনার লাইফ কমে যাবে। 
 
গেমটি বন্ধ করতে হলে কি-বোর্ড এর বামপাশে একদম উপরের কোনায় যে বাটন আছে ইএসসি(ESC বাটন) চাপুন। একটি মেনু ওপেন হবে। ক্লোজ ক্লিক করুন আমার ছবির মত।
মন দিয়ে খেলুন আর কোন সমস্যা হলে মন্তব্য অথবা আমাকে মেইল করে জানান আমি সমাধান করে দিব। এমনকি ইন্টারনেটের মাধ্যমে আমি আপনার পিসি ব্যবহার করতে পারব।

 <><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
আমার টিউন যদি আপনাদের এতটুকু ভাল লেগে থাকে। তাহলে আপনাদের কাছে আমার অনুরোদ ফ্রি মেম্বার হবার জন্য। মেম্বার হলে পরবর্তীতে আমার প্রতিটি টিউন আপনি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। মেম্বার হবার নিয়মঃ
১। আমার ওয়েব সাইটের ডানপাশে লিখা আছে আপনার -মেইল লিখুনএইখানে আপনার -মেইল লিখেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন
২। তারপরে ফিডবার্নার নামে আরেকটি ফায়ারফক্স চালু হবে। নিচে ফাকা টেক্স বক্সে বড় নিল রং এর লিখা লিখে কমপ্লিট বাটনে ক্লিক করুন
৩। আপনার কোড লিখাটি সঠিক হলে আরেকটি বক্স আসবে -মেইল সাব-স্কক্রিমশন রি-কুয়েস্ট। ক্লোজ উইন্ডোতে ক্লিক করুন
৪। আপনার ইমেইল খুলুন। ওখানে লক্ষ করুন ফিড বার্নার থেকে একটি ম্যাসেজ গিয়েছি। তাতে একটিভ করার জন্য লম্বা আন্ডার লাইন দেয়া একটি লাইন  আছে তাতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আমি যতবার আমার ওয়েব পোষ্ট অথবা টপিক লিখব তা আপনি অটোমেটি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ
গেম কালেকশন 6677457176685102684

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter