> A_Fairy_Tale একটি চমৎকার পাজেল গেম | আজমলের ব্লগ
Loading...

A_Fairy_Tale একটি চমৎকার পাজেল গেম

বর্তমানে গেম প্রেমীদের চাহিদা দিনে দিনে বাড়ছে। তার পাশাপাশি বাড়ছে গেম তৈরী প্রতিষ্ঠাণ। বিভিন্ন থ্রি ডি গেমের পাশাপাশি আসছে...

বর্তমানে গেম প্রেমীদের চাহিদা দিনে দিনে বাড়ছে। তার পাশাপাশি বাড়ছে গেম তৈরী প্রতিষ্ঠাণ। বিভিন্ন থ্রি ডি গেমের পাশাপাশি আসছে মাল্টি গেম, ছোট ছোট পাজেল গেম। যেই গেম খেলুন না কেন যদি তার গ্রাফিক্সটা ভাল না হয় তবে গেম খেলার মজাটাই নষ্ট হয়ে যায়।
কারণ খেলার সাথে ভিডিও চিত্রগুলো হতে হবে মনের মত। তাই আজকে আমি আপনাদের সাথে একটি  চমকার গ্রাফিক্স এর একটি পাজেল গেম শেয়ার করছি। এই গেমটি খেলতে আপনাদের তেমন কোন অতিরিক্ত হার্ডওয়্যার বা ডিভাইস লাগবে না। পেন্টিয়াম এবং তারপরের সব পিসিতে আপনি এই পাজেল গেমটি খেলতে পারবেন। অবশ্য অনেকেই আছেন যারা এই জাতীয় পাজেল গেম খেলতে পছন্দ করেন না। কিন্তু আমার অনুরোধে অন্তত্য একবার সেটআপ করে খেলে দেখুন। যদি ভাল না লাগে, তাহলে আমাকে জানাবেন। আমি আপনাদের ভাল লাগার  গেম আমার ব্লগে আপলোড করে দিব। আর ভাল লাগলে নিয়মিত আমার ব্লগে আসতে হবে।  যাইহোক প্রথমে গেমটি এইখান থেকে ডাউনলোড করে নিন। আনজীপ করুন, এই জন্য আপনার উইনরার প্রয়োজন হতে পারে। যদি উইনরার সেটআপ থাকে তাহলে ভাল আর না থাকলে এইখান থেকে ডাউনলোড করুন

 প্রতিটি Link Click করে 5 second Wait করেন তারপর ডানদিকের উপরের ad skip তে click করুন

আপনাকে A_Fairy_Tale .exe ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন
 
এখানে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবিটি আসলে
লাল বর্ডার দেয়া I agree to terms ..... ক্লিক করে নেক্সট ক্লিক করলে নিচের মত ছবিটি আসবে

তারপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
 তারপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। 

তারপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। 
তারপর আপনাকে নেক্সট ক্লিক করতে হবে তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।  সেটআপ শুরু হয়ে যাবে। কিছু সময় অপেক্ষা করুন
সেটআপ শেষ হলে নিচের মত ছবিটি আসলে ফিনিস ক্লিক করুন।
এবার গেমটি চালু করুন। Start>All Progrmas> A Fairy Tale> A Fairy Tale ক্লিক করুন তাহলে আপনার স্ক্রীনটি পুরা কালো হয়ে যাবে। কিছু বিজ্ঞাপন আসবে। কোন কিছু ক্লিক করবেন না। তারপরে নিচের মত ছবিটি আসবে
 লোড হবে অর্থাদাগটি পুরাপুরি ভরে যাবে। তারপরে নিচের মতছবিটি আসলে এখানে আপনার নাম লিখুন। 
তারপরে ওকে ক্লিক করুন। তারপরে নিচের মত ছবিটি আসবে
আপনাকে গেমটি খেলার জন্য স্টার্ট ক্লিক করতে হবে। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন
লক্ষ করুন তীর চিহ্নটি একগুচ্ছ হলুদ বক্সের দিকে দেখানো আছে এই হলুদ বক্সে ক্লিক করার পরেই তীর পরের হলুদ বক্সের দিকে মুভ করবে আপনাকে সেই হলুদ বক্সের গায়ে ক্লিক করতে হবে। এই ভাবে গেমটি লেখা হয়। যেই যেই রঙের বক্স পাবেন ঠিক একগুচ্ছ বা একটিতে ক্লিক করে পরের একই রঙের বক্সে ক্লিক করতে হবে। টিউনটি লেখার সময় আমি কিছূ সময় খেলি। আমার ছবিটিতে লক্ষ করুন তাহলে আরো ভাল করে বুঝতে পারবেন।
গেমটি বন্ধ করতে হলে কি-বোর্ড থেকে ইএসসি-ESC(যা কি-বোর্ডের বামপাশে একদম উপরের কোনায়) চাপুন তাহলে নিচের মত ছবিটি আসলে 
 এক্সজীট বাটনে ক্লিক করলে  ইয়েজ-নো নামক ম্যাসেস বক্স আসলে ইয়েজ ক্লিক করুন
তাহলে নিচের মত ছবিটি আসবে
এক্সজীট বাটনে ক্লিক করলে  ইয়েজ-নো নামক ম্যাসেস বক্স আসলে ইয়েজ ক্লিক করুন। তাহলে আপনার গেমটি বন্ধ হয়ে যাবে
আমার টিউন যদি আপনাদের এতটুকু ভাল লেগে থাকে। তাহলে আপনাদের কাছে আমার অনুরোদ ফ্রি মেম্বার হবার জন্য। মেম্বার হলে পরবর্তীতে আমার প্রতিটি টিউন আপনি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। মেম্বার হবার নিয়মঃ
১। আমার ওয়েব সাইটের ডানপাশে লিখা আছে আপনার -মেইল লিখুনএইখানে আপনার -মেইল লিখেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন
২। তারপরে ফিডবার্নার নামে আরেকটি ফায়ারফক্স চালু হবে। নিচে ফাকা টেক্স বক্সে বড় নিল রং এর লিখা লিখে কমপ্লিট বাটনে ক্লিক করুন
৩। আপনার কোড লিখাটি সঠিক হলে আরেকটি বক্স আসবে -মেইল সাব-স্কক্রিমশন রি-কুয়েস্ট। ক্লোজ উইন্ডোতে ক্লিক করুন
৪। আপনার ইমেইল খুলুন। ওখানে লক্ষ করুন ফিড বার্নার থেকে একটি ম্যাসেজ গিয়েছি। তাতে একটিভ করার জন্য লম্বা আন্ডার লাইন দেয়া একটি লাইন  আছে তাতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আমি যতবার আমার ওয়েব পোষ্ট অথবা টপিক লিখব তা আপনি অটোমেটি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ
কিছুই না বুঝলে আমাকে মোবাইল করতে পারেনঃ ০১৯১৪-৭১৮২৯৯
গেম কালেকশন 2965134866730706064

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter