> ৩০ পারা কুরআন শরীফ(এমপিথ্রি ফরম্যাট) ১১৪ টি সূরা-পর্ব-১ | আজমলের ব্লগ
Loading...

৩০ পারা কুরআন শরীফ(এমপিথ্রি ফরম্যাট) ১১৪ টি সূরা-পর্ব-১

আজ অনেক দিন হল ৩০ পারা কুরআন শরীফ মিডিয়া ফায়ারে আপলোড করে রেখেছি। কিন্তু আপনাদের দেব , দিচ্ছি কিন্তু দেয়া আর হচ্ছে না। ...

আজ অনেক দিন হল ৩০ পারা কুরআন শরীফ মিডিয়া ফায়ারে আপলোড করে রেখেছি। কিন্তু আপনাদের দেব, দিচ্ছি কিন্তু দেয়া আর হচ্ছে না। কারণ শয়তান আমাকে ঘিরে রেখেছে। যাতে করে আমি আপনাদের ৩০ পারা কুরআন শরীফ দিতে না পারি।
কিন্তু প্রতিদিন সকালে যদি কুরআন তেলাওয়াত শুনা যায়, তাহলে মনটা ভাল হয়ে যায়। সারা দিন যেকোন কাজেই মন বসে। মনে এক অন্যরকম আনন্দ অনুভব করে। মনের সব কালো দাগ দূর হয়ে যায়। কারো প্রতি কোন রাগ-ক্ষোপ থাকলে তাও সে ভুলে যায়। তাই সবার উচিত নিয়মিত কুরআন পড়া। আর যারা পড়তে পারেন না তারা কুরআনের হাফেজদের কাছে শিখতে পারেন। এছাড়াও এমপিথ্রি ফরম্যাটের এই কুরআন শুনতে পারেন এবং অন্যকেউ শুনাতে পারেন। তবে আজকে হয়তবা সব দিতে পারব না।  যতটুকু পারি ডাউনলোড লিংক দিব নাম সহকারে বাকীগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন।


 

আমার টিউন যদি আপনাদের এতটুকু ভাল লেগে থাকে। তাহলে আপনাদের কাছে আমার অনুরোদ ফ্রি মেম্বার হবার জন্য। মেম্বার হলে পরবর্তীতে আমার প্রতিটি টিউন আপনি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। মেম্বার হবার নিয়মঃ
১। আমার ওয়েব সাইটের ডানপাশে লিখা আছে আপনার -মেইল লিখুনএইখানে আপনার -মেইল লিখেন এবং সাবমিট বাটনে ক্লিক করুন
২। তারপরে ফিডবার্নার নামে আরেকটি ফায়ারফক্স চালু হবে। নিচে ফাকা টেক্স বক্সে বড় নিল রং এর লিখা লিখে কমপ্লিট বাটনে ক্লিক করুন
৩। আপনার কোড লিখাটি সঠিক হলে আরেকটি বক্স আসবে -মেইল সাব-স্কক্রিমশন রি-কুয়েস্ট। ক্লোজ উইন্ডোতে ক্লিক করুন
৪। আপনার ইমেইল খুলুন। ওখানে লক্ষ করুন ফিড বার্নার থেকে একটি ম্যাসেজ গিয়েছি। তাতে একটিভ করার জন্য লম্বা আন্ডার লাইন দেয়া একটি লাইন  আছে তাতে ক্লিক করলেই আপনার কাজ শেষ। পরবর্তীতে আমি যতবার আমার ওয়েব পোষ্ট অথবা টপিক লিখব তা আপনি অটোমেটি -মেইল এর মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ
কিছুই না বুঝলে আমাকে মোবাইল করতে পারেনঃ ০১৯১৪-৭১৮২৯৯
 
কুরআন শরীফ 7049459509789979019

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter