মিসড কল ও সিমের তথ্য চুরি!
‘এরপর থেকে আপনার মোবাইলে +৯২, #৯০ বা #০৯ দিয়ে শুরু হওয়া কোনো নম্বর থেকে মিসকল এলে ফিরতি কল দেওয়ার সৌজন্য দেখাবেন না। এসব নম্বরে কল করলে আপ...
http://total-sw.blogspot.com/2012/07/blog-post_07.html
‘এরপর থেকে আপনার মোবাইলে +৯২, #৯০ বা #০৯ দিয়ে শুরু হওয়া কোনো নম্বর থেকে মিসকল এলে ফিরতি কল দেওয়ার সৌজন্য দেখাবেন না। এসব নম্বরে কল করলে আপনার সিমের সব তথ্য চুরি হতে পারে।’ ভারতীয় মুঠোফোন ব্যবহারকারীদের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা।
এ নিয়ে গ্রাহকদের সতর্ক করে ভারতের রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিএসএনল জানায়, উল্লিখিত নম্বরগুলোতে কল করার উদ্দেশে কেউ তাঁর মুঠোফোনের কী-প্যাড চাপলেই বিপরীত প্রান্তে থাকা অন্য কেউ তাঁর মুঠোফোন ও সিমের সব তথ্য চুরি হতে পারে।বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, উল্লিখিত নম্বরগুলোতে কল করে লক্ষাধিক গ্রাহক নতুন টেলিযোগাযোগ সন্ত্রাসের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা দিন দিন বাড়ছে। গোয়েন্দা সংস্থাগুলোও এর সত্যতা স্বীকার করেছে। গোয়েন্দারা এ ব্যাপারে উত্তর প্রদেশ পশ্চিম টেলিকমকে সতর্ক করে বলছে বলেছে, এ ধরনের প্রতারণা কেবল চলছে যে তা নয়, বাড়ছেও। টাইমস অব ইন্ডিয়াকে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত দুষ্কৃতকারীদের ব্যবহার করে ফোন থেকে তথ্য চুরি করা হচ্ছে।
বিএসএনএলের মহাব্যবস্থাপক আরভি ভার্মা বলেন, ব্রডব্যান্ড ব্যবহারকারীদের সতর্কতার পাশাপাশি অন্য গ্রাহকদেরও ক্ষুদে বার্তাার (এসএমএস) মাধ্যমে সতর্ক করা হয়েছে। এ নিয়ে রক্ষিত টেন্ডন নামে একজন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ উত্তর প্রদেশের পুলিশ একাডেমিকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, উল্লিখিত নম্বর ছাড়াও জালিয়াত চক্র অন্য নম্বর ব্যবহার করেও কল করতে পারেন। তাই অপরিচিত নম্বর থেকে কল এলে রিসিভ না করাই ভালো।
লক্ষৌর অপর এক তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ পুনিত মিশ্র বলেন, এ ধরনের জালিয়াতির ঘটনা বেড়েছে। তাই সবার উচিত তাদের গুরুত্বপূর্ণ বিষয়াদি যেমন-ব্যাংক হিসাব, এটিএম, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর ও পাসওয়ার্ড ফোনের মেমোরিতে সংরক্ষণ না করা। কারণ জালিয়াত চক্র কোন গ্রাহকের মূল্যবান তথ্য ব্যবহার করে বড় ধরনের ক্ষতি করতে পারে।
গোয়েন্দা সূত্রগুলো জানায়, মুঠোফোন, সিম কার্ড, মেমোরি বা ডাটা কার্ড থেকে গ্রাহকদের তথ্য চুরি শুধু তাদের বৈষয়িক ক্ষতিই নয়, এতে ভীতিকর দিকও আছে যথেষ্ট। তথ্য চুরির মাধ্যমে প্রতারকচক্র নির্দিষ্ট সিম থেকে অন্য যেকোনো নম্বরে কল করতে পারে। এতে বাড়তে পারে হয়রানি।
গোয়েন্দাদের এমন বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন ভুক্তভোগীরাও। বিএসএনএলের উত্তর প্রদেশের মুরাদাবাদ কার্যালয়ে গিয়ে গত সপ্তাহে এক ভুক্তভোগী জানান, প্রথমে +৯২ নম্বর থেকে একটি মিস কল দেওয়া হয়। এর পরপরই ফিরতি কল করলেই একজন গ্রাহক বুঝতে পারবেন তার ফোন বিকল করে দেওয়া হয়েছে। তা ছাড়া কোন গ্রাহক সরাসরি কোনো কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে একজন কলসেন্টার নির্বাহী হিসেবে পরিচয় দেবে। কিছুক্ষণ পরই নির্বাহী পরিচয়ে ওই ব্যক্তিটি গ্রাহককে #০৯ বা #৯০ নম্বরে ফিরতি কল দিতে বলেন। এভাবে প্রতিনিয়ত বোকা বনছেন গ্রাহকেরা ।
বিএসএনএলকে দেওয়া তথ্যে ওই ভুক্তভোগী বলেছেন, আমি ফিরতি কল দেওয়ার পরপরই মুঠোফোনের অর্থ কমে যায়। এর তিন দিন পর্যন্ত আমি যতবারই কল দিয়েছি ততবারই কয়েক মিনিটের মধ্যে আমার মোবাইলে লোড করা অর্থ এককের কোটায় নেমে আসে। টাইমস অব ইন্ডিয়া।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com