> হার্ডডিক্স ও সিডি রোমের ড্রাইভ লেটার পরিবর্তন | আজমলের ব্লগ
Loading...

হার্ডডিক্স ও সিডি রোমের ড্রাইভ লেটার পরিবর্তন

বিসমিল্লাহির রাহমানির রাহিম , সবাই কেমন আছেন । আমি আল্লাহর রহমতে ভালই আছি । নিশ্চয় সবাই রোজা আছেন । আমিও রোজা রেখেছি , ইনশাআল্লাহ সবগুল...

বিসমিল্লাহির রাহমানির রাহিম, সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালই আছি নিশ্চয় সবাই রোজা আছেন আমিও রোজা রেখেছি, ইনশাআল্লাহ সবগুলো রাখব আজকে আমি আপনাদের যে টপিকটি শেয়ার করব তা মনে হয় অনেকেই জানে আবার অনেকেরই অজানা বর্তমানে অনেকেরই হার্ডডিক্স ১৬০, ৩২০, ৫০০ গিগাবাইট অথবা ১ টেরা বাইট এই সকল হার্ডডিক্সের কয়েকটি
পার্টিশন দেয়া হয় যে গুলো সাধারণত সি, ডি, , এফ এই ভাবে থাকে যেমন A: হলো ফ্লপি ডিস্ক ড্রাইভ, B: হলো ২য় ফ্লপি ডিস্ক ড্রাইভ (এটা ঐচ্ছিক) C: হলো প্রাইমারি হার্ডডিস্ক পার্টিশন যে কোনো ইংরেজি বর্ণ দিয়ে সিডিÑরম ড্রাইভ বা হার্ডডিক্সকে চিহ্নিত করা হয় উইন্ডোজের সিডিÑরম ড্রাইভের বা হার্ডডিক্স এর  ড্রাইভ লেটার বদলানো যায় তবে সি ড্রাইভ ছাড়া অন্য সব ড্রাইভ পরিবর্তন করা যায় ধরুন আপনার সিডিÑরম ড্রাইভ G:\ হিসেবে আছে এখন G:Ñ এর পরিবর্তে অন্য কোনো বর্ণ দিতে চাইলে তাও পারবেন
এজন্য Start এ ক্লিক করে My Computer এ রাইট বাটনে ক্লিক করে Manage এ ক্লিক করুন নিচে আমার ছবি লক্ষ করুন
Manage এ ক্লিক করার পরে Computer Management নামে একটি বক্স ওপেন হবে নিচের ছবির মত
এবার Computer Management এর অর্ন্তভূক্ত Disk Management ক্লিক করুন তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন
তবে সিডি রোম ড্রাইভ লেটার পরিবর্তন করার আগে একটি কথা মনে রাখতে হবে তা হলো একই লেটার যাতে করে না হয় নিচে আমার পিসির ড্রাইভ গুলোর ছবিটি দেখুন
লাল বর্ডার দেয়া ডিভিডি রোম ড্রাইভটি পরিবর্তন করব এই জন্য Computer Management বক্স থেকে ডিভিডি রোম ড্রাইভ এ মাউসের রাইট বাটনে ক্লিক করে Change Drive Letter & Paths এ ক্লিক করুন নিচে আমার ছবিটি লক্ষ্য করুন
 এর ফলে Change Drive Letter and Paths for G:() নামক একটি বক্স আসবে নিচে আমার ছবিটি লক্ষ করুন
এবার Change বাটনে ক্লিক করলে নিচের ছবির মত একটি বক্স আসবে নিচে আমার ছবিটি লক্ষ করুন 
লাল বর্ডার দেয়াতে লক্ষ করুন সেখানে G উল্লেখ আছে আপনি G এর পরিবর্তের অন্য যেকোন ড্রাইভ লেটার দিন তারপরে ওকে তে ক্লিক করুন তারপরে Confirm নামে একটি বক্স আসলে  ইয়েস এ ক্লিক করে লক্ষ করুস যে আপনার ড্রাইভ লেটার পরিবর্তন হয়ে গিয়েছে ঠিক একই নিয়মে আপনি চাইলে অন্য সব ড্রাইভ এর লেটার পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ

আপনাদের যদি টপিকটি পছন্দ হয়ে থাকে তাহলে আশা করব আমার এই ব্লগের ঠিকানা আপনার ফেসবুকের সকল ফ্রেন্ডদের শেয়ার করবেন
টিউটোরিয়াল 2704988927966762379

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter