নিরো দিয়ে সিডি/ডিভিডি রাইট করুন-
শুরুতেই সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন । আমিও আল্লাহর রহমতে ভাল আছি । সত্যি কথা ...
http://total-sw.blogspot.com/2012/07/blog-post_23.html
শুরুতেই সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। সত্যি কথা বলতে গেলে কি বর্তমান সময় আমার কাটছে ছাত্রদেরকে কম্পিউটার ট্রেনিং দিয়ে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সাজেশন্স করে। আশা করবো সকলেই রোজা রেখেছেন। আমি রেখেছি, ইনশাআল্লাহ সবগুলো রাখবো।
অনেকেই আছেন যারা সিডি/ডিভিডি রাইট করতে জানেন না। এমনই কিছু ভিজিটর আমার কাছে মেইল করেছে কিভাবে নিরো দিয়ে সিডি/ডিভিডি রাইট করতে হয়। তাই আজকে আমি আপনাদের শিখাবো নিরো দিয়ে সিডি/ডিভিডি রাইট করা। প্রথমে আপনি এই জন্য সর্ব প্রথম আপনি যে কোন নিরো সেটআপ দিন। (আমি Nero 7 Ultra Edition ব্যবহার করি)। এবার একটি ফাকা সিডি আপনার সিডি রোমে প্রবেশ করান। যদি সিডিটি প্রবেশ করার পরে কোন অটোরান বক্স বা ম্যাসেস আসে তবে তা ক্যানসেল করে দিন। তারপরে নিরো চালু করুন-স্টার্ট>অল প্রোগ্রাম> নিরো ৭ আল্ট্রা এডিশন>অডিও নিরো এক্সপ্রেস এ ক্লিক করুন
তারপরে ডাটা সিডিতে ক্লিক করুন আমার ছবিতে লক্ষ্য করুন
ডাটা সিডিতে ক্লিক করার পরেই নিচের মত ছবিটি আসলে এড এ ক্লিক করুন।
এড ফাইলস এন্ড ফোল্ডার নামে একটি বক্স আসবে সেখানে মাই কম্পিউটার ক্লিক করুন। নিচে আমার ছবি লক্ষ্য করুন-
মাই কম্পিউটারের ক্লিক করার পরেই আপনি আপনার কম্পিউটারের সব ড্রাইভ লেটার দেখতে পাবেন, নিচে আমার ছবি লক্ষ্য করুন-
এরপরে আপনি আপনার যে ড্রাইভের ফাইলগুলো ডাটা হিসেবে রাইট করতে চান তা ক্লিক করে এড এ ক্লিক করুন। আমি মাইক্রোসফ অফিস ২০০৩ ক্লিক করে এড এ ক্লিক করলাম। আমার ছবি লক্ষ করুন-
আপনার ফাইলটি এড হবার পরে ক্লোজ এ ক্লিক করুন। তারপরে সবুজ রং এর মাধ্যমে এবং বরাবর দেখা যাবে আপনার ফাইলটি কত মেগা বাইট। আমরা জানি একটি সিডি ৭০০ এমবি. কিন্তু আপনি যদি ৭০০ মেগা বাইট এর বেশি এড করে থাকে তাহলে লাল বর্ডার দেখা যাবে।
যাইহোক এবার নেক্সট এ ক্লিক করুন। লাল দাগ দেয়া আমার ছবি লক্ষ করুন-
নেক্সট এ ক্লিক করার পরেই নিচের ছবিটি দেখতে পাবেন
এবার লাল দাগ দেয়া মাই ডিক্স এ চাইলে আপনি আপনার সিডির নাম লিখতে পারনে। এর পরে আপনি আমার ছবিতে লক্ষ্য করুন বামপাশে আরেকটি লাল দাগ দেয়া ওখানে ক্লিক করলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।
এবার লাল দাগ দেয়া ৪৮ এক্স এর পরিবর্তে ১৬এক্স দিয়ে অপেক্ষ করুন। তারপরে লক্ষ করুন যে ওখানে ১৬ এক্স আছে কিনা। না থাকলে পূণরায় আবারও ১৬ এক্স দিন। তারপরে বার্ন এ ক্লিক করুন। নিচের ছবির মত হবে।
এবার বার্ন শেষ হলে বার্ন কমপ্লিট সাকসেসফুলি একটি ম্যাসেজ বক্স আসলে ওকে ক্লিক করুন তারপরে নেক্সট এ ক্লিক করুন। আপনার সিডি রাইট করা শেষ। একই নিয়মে ডিভিডি রাইট করা যাবে। আজ এই পর্যন্ত আশা করি সকলেরই ভালো লেগেছে। আর এই সম্পর্কে আপনাদের কোন চাওয়া-পাওয়া থাকলে বলবেন। আমি চেষ্টা করব তা পূরণ করার জন্য।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com