হার্ডডিক্স এর গতি বারানো
বিসমিল্লাহির রাহমানির রাহিম । সবাই কেমন আছেন ? আমি আল্লাহর রহমতে ভাল আছি । আজ কয়দিন কাজের ব্যস্ততার কারণে কোন টপিক লিখা হচ্ছে না । যাই হ...
http://total-sw.blogspot.com/2012/11/blog-post_26.html
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজ কয়দিন কাজের ব্যস্ততার কারণে কোন টপিক লিখা হচ্ছে না। যাই হোক সময় যখন পাই ঠিক তখন কিছু না কিছু লিখে রাখি। ঈদের এই কয়দিন আমার পিসি অনেক স্লো কাজ করছে। তাই আমি আমার পিসির গতির বাড়ানো জন্য কিছু কাজ করেছি। যা আপনাদের সাথে শেয়ার করব।
তার ফলে ডিক্স ক্লিন করা শুরু করবে। এতে করে আপনার হার্ডডিক্স এর জায়গা বাড়ার সাথে সাথে অনেকখানি গতিও বাড়বে। ঠিক একই নিয়মে অন্য সব ড্রাইভ গুলো করতে হবে।
আজকে দেখাবো কিভাবে হার্ডডিক্স
এর প্রতিটি ড্রাইভ ক্লিন করতে হয়। কারণ কাজ করতে করতে পিসিতে
অনেক ধরনের ফাইল জমা হয়। যেগুলো আপনার কাজের গতি অনেক
কমিয়ে দেয়। প্রতিটি ড্রাইভ এই যথেষ্ট পরিমান জায়গা থাকে তাহলে
যে কোন কমান্ড দিলে তা খুব দ্রুত কাজ করবে। কিন্তু যদি আপনার ড্রাইভ এ জায়গা কম থাকে তাহলে সে কাজ করতে একটু সময় লাগবে। যাইহোক এখন আপনাদের দেখাবো কিভাবে হার্ডডিক্স ড্রাইভ গুলো ক্লিন করতে হয়। প্রথমে মাই কম্পিউটার ওপেন করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে
পাবেন।
এবার আমরা প্রথমে সি ড্রাইভ ক্লিন করব। এই জন্য প্রথমে সি ড্রাইভে মাউসের বাম বাটনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রোপারটিজে
ক্লিক করুন। নিচের ছবির মত
তারপরে প্রোপারটিজ নামে একটি বক্স আসবে নিচের ছবির মত
এবার এই প্রোপারটিজ বক্সের আওতায় লক্ষ করুন যে, নিচে আছে ডিক্স ক্লিনআপ লিখা আছে তাতে ক্লিক করুন। লাল বর্ডার দেয়া নিচের ছবিটি লক্ষ করুন
ডিক্স ক্লিনআপ বাটনে ক্লিক করার সাথে সাথে ডিক্স ক্লিনআপ নামে
আরেকটি বক্স আসবে এবং একটি লম্বা সাদা রেখা সবুজ রং দিয়ে ভরে যাবে। ভরার সাথে সাথেই নিচের ছবির মত একটি বক্স আসবে।
এখানে কিছু লিষ্ট পাবেন। তার আগে বক্স থাকবে সেই সবগুলো বক্সে টিক চিহ্ন দিন। এবং ওকে ক্লিক করুন। ডিক্স ক্লিন করবে কিনা জানার
জন্য ইয়েছ - নো নামক একটি বক্স আসবে আপনাকে
ইয়েছ এ ক্লিক করতে হবে।
তার ফলে ডিক্স ক্লিন করা শুরু করবে। এতে করে আপনার হার্ডডিক্স এর জায়গা বাড়ার সাথে সাথে অনেকখানি গতিও বাড়বে। ঠিক একই নিয়মে অন্য সব ড্রাইভ গুলো করতে হবে।
Thanks
উত্তরমুছুন