ফটোসপে ক্রপটুলের ব্যবহার জেনে নেই-
আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন । আমি আল্লাহর রহমতে ভাল আছি । আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ফটোসপের ক্রপটুলের সাহায্যে ছবি কাটতে...
http://total-sw.blogspot.com/2012/11/blog-post_25.html
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে ফটোসপের ক্রপটুলের সাহায্যে ছবি কাটতে হয়। এছাড়াও আপনি এই ক্রপ টুল ব্যবহার করে পাসপোর্ট. ৩আর, ৪আর, ১০আর,
১২আর সহ একটি ডিজিটাল স্টুডিওতে
যেভাবে ছবি সাইজ করে তা আপনি খুব অনায়াসে শিখতে পারবেন।
বর্তমান বাজারে ফটোসপের বিভিন্ন বই পাওয়া যায়। কিন্তু তাতে ফটোসপের এই ক্রপটুলের একটি ব্যবহার দেখানো হয়েছে। যার ফলে অনেকেই এর সঠিক ব্যবহার থেকে অনেক দূরে আছেন। যাইহোক সর্বপ্রথম ফটোসফ চালু করেন-নিচে লক্ষ করুন আমি ফটোসফ সিএস৩ ওপেন করেছি।
এবার যেকোন একটি ছবি নিতে হবে। এই জন্য ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করে যেখানে আপনার ছবি আছে সেখান থেকে
একটি ছবি ক্লিক করে ওপেন এ ক্লিক করুন- নিচে আমার ছবিটি লক্ষ করুন(আমি মাই ডকুমেন্টে
রাখা মাই পিকচার থেকে সানসেট ছবিটি নিয়েছি)
এবার আপনার বামপাশে রাখা টুলবার থেকে ক্রপটুল এ ক্লিক করুন। নিচে আমার ছবিটি লক্ষ করুন-
এবার আপনার ইচ্ছে মত যতটুকু ছবি রাখা প্রয়োজন ততটুটু ক্লিক করে
এন্টারদিন। মানে হলো ছবিটির উপর থেকে ক্লিক করে মাউস টিপ দিয়ে
ধরে রেখে না ছেড়ে টান দিয়ে নিচের দিকে আনুন। নিচের আমার ছবিটি লক্ষ করুন।
উপরের কাজটি যদি সঠিক ভাবে করতে পারেন। তাহলে নিচের আমার দেয়া ছবিটির মত হবে।
তারপরে এন্টার দিলে ঠিক অতটুকু ছবিও হবে। এটি হলো আপনার ইচ্ছা মত ক্রপটুল দিয়ে ছবি কাটা।
পাসপোর্ট সাইজ
এবার আমরা শিখবো কিভাবে এই ক্রপটুলের সাহায্যে একটি পাসপোর্ট
সাইজ ছবি কাটা যায়। এটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমানে অনেক কাজেই ছবির প্রয়োজন হয়। তাই আপনি যদি এই টুলের ব্যবহার জানেন তাহলে অতি সহজেই আপনি আপনার ছবি তৈরী এবং
প্রিন্ট করতে পারবেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আসতে
পারে-আমার তো কালার প্রিন্ট নেই। তাই আমি কি করতে পারি? আপনি যদি ছবির যাবতীয় কাজ করে কোন দোকান বা স্টুডিওতে নিয়ে জান, তখন আপনি তাকে একটি কালার পেজে প্রিন্টের দাম দিবেন। আপনি একটি এ৪ সাইজের পেজে ২০ টি ছবি দিয়ে কোন দোকানে নিয়ে গিয়ে যদি প্রিন্ট দেন
তাহলে আপনার অনেক কম খরচ হবে। এবার আসুন আমরা শিখে নেই কিভাবে
ক্রম টুল দিয়ে পাসপোর্ট সাইজ ছবি কাটতে হয়।
প্রথমে আপনারা আপনাদের ইচ্ছে মত ছবি ওপেন করুন। অথবা নিচে দেয়া আমার ছবিটি নিয়েও কাজ করতে পারেন। (মাঝখানে আমি দাঁড়িয়ে আছি)
এবার টুলবার থেকে ক্রপটুলটি সিলেক্ট করুন। নিচে আমার ছবিটি লক্ষ করুন।
ক্রপটুলে ক্লিক করার সাথে সাথে লক্ষ করুন যে মেনুবারের নিচে
একটি নতুন বার এসেছে। নিচে আমার ছবিটি লক্ষ করুন।
উপরের ছবিতে লাল বর্ডার দেয়া বক্সে আপনাকে পাসপোর্ট সাইজ ছবির
যে সাইজ হয় তা আপনাকে দিতে হবে। যেমন-
Width-1.5 Height-1.9
Resolution-300 লিখে এন্টার দিন। নিচে আমার ছবিটি লক্ষ করুন।
এবার আমি চাচ্ছি যে আমার ছবিটিকে পাসপোর্ট সাইজ হিসাবে কাটবো। তাই আমার ছবিতে লাল বিন্দু দেয়া আছে। ক্রপটুল দিয়ে উপরের বিন্দুতে ক্লিক করে ক্লিক না ছেড়ে চেপে ধরে টেনে নিচের লাল
বিন্দুর সাথে এনে ক্লিক ছেড়ে দিন তাহলে নিচের ছবি মত হবে।
উপরের ছবির
মত হলে কি-বোর্ড থেকে এন্টার প্রেস করুন। তাহলে আপনাদের ছবিটি পাসপোর্ট সাইজ হলো।
যাইহোক
আজ এই পর্যন্ত আগামীতে অন্য সব সাইজ শিখানো হবে। আশা করি
বুঝতে কষ্ট হয়নি। একটি কথা
সত্যিকার অর্থে যারা ফটোসফ শিখতে চান তারা আপনাদের এলাকার যেকোন স্টুডিও থেকে একটি
খাম সংগ্রহ করবেন এবং সেই খামের পিছনে বিভিন্ন সাইজ লিখা আছে, যা আপনাদের অনেক কাজে দিবে। আশা করবো
খাম সংগ্রহ করে তার অপর সাইডে সই করে আপনার ছবি সহকারে আমাকে মেইল করবেন। তাহলে আমি
বুঝতে পারবো কতজন ফটোসফ শিখতে আগ্রহী আছেন।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com