> এম. এস ওয়ার্ডে বাংলা লিখতে সমস্যা-এর সমাধান | আজমলের ব্লগ
Loading...

এম. এস ওয়ার্ডে বাংলা লিখতে সমস্যা-এর সমাধান

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আমি আল্লাহর রহমতে ভাল আছি । বর্তমান সময়ে বাংলা টাইপ করার জন্য এম. এস. ওয়ার্ড একটি জনপ্রিয় ওয়ার্ডপ...


আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভাল আছি বর্তমান সময়ে বাংলা টাইপ করার জন্য এম. এস. ওয়ার্ড একটি জনপ্রিয় ওয়ার্ডপ্রসেসিং সফটওয়্যার খুব সহজে লিখা, পেজ সেটআপ করা, ফরম্যাটিং করা সহ আরো অনেক সুবিধা পাওয়া যায়
কিন্তু আমরা সবাই জানি এম. এস ওয়ার্ড একটি ইংরেজী ভার্সন এটি মূলত তৈরী হয়েছিল যাবতীয় ইংরেজী টাইপ করার জন্য যার ফলে আমরা যখন কোন ইংরেজী শব্দ লিখি সেটির বানান ভুল হলে সে বলতে পারে কিন্তু বাংলা টাইপ করলে তা বলতে পারেন না সত্যিকথা বলতে গেলে কি এর ফলে আমরা অনেকেই আছি সঠিক বাংলা বানান লিখি আর মনে মনে প্রশ্ন করি বানানটা কি সঠিক নাকি ভুল? তবে বাংলা আমাদের মায়ের ভাষা, মুখের ভাষা তাই আমরাই সঠিক করে বলতে বা লিখতে পারি যে লিখাটা কম্পিউটার সঠিক বানানটা বলতে পারে না কারণ কম্পিউটারের ডিকসনারিতে সঠিক ইংরেজী বানান দেওয়া আছে তাই কোন ইংরেজী বানান ভুল করলে সে বলতে পারে যে, এটি ভুল তবে আমাদের বানান মুখস্ত আছে এমন কিছু শব্দকেও কম্পিউটার ভুল বলে লেখার নিচে লাল দাগ দিয়ে থাকে এটির কারণ হলো ব্রিটিশ বানান আর আমেরিকান বানান যাইহোক আপনি যখন কোন সঠিক বাংলা লিখেন, তখন সে এটার ইংরেজী ওয়ার্ড হিসেবে দেখে বানান ভুল বলে ধরুন আমি যদি লিখি আজমলতাহলে বাংলা ফণ্ট পরিবর্তন করলে এর ইংরেজীটা হবে- ÒAvRgjÓ তাহলে এবার বুঝুন এটা কি কোন শব্দ হলো? কিন্তু এটির বাংলা শব্দ হচ্ছে আজমলএই কারণে বাংলা লিখতে গেলে সে ভুল বলবেই

এবার আমরা জানবো যে সঠিক বানান লিখলেও সেটি ভুল হয় কেন? অর্থা আমরা অনেক সময় বাংলা শব্দ লিখে স্পেস দেবার পরে আরেকটি শব্দ হয় যেমন-আমারলিখে স্পেস দিলে আমাওহয় এছাড়াও সিফট ধরে যে অক্ষর গুলো লিখতে চাই সেগুলো লিখতে গেলেও সিফট ছাড়া টাইপ হয় কিন্তু আমি সেগুলো লিখতে চাই না যেমন-লিখতে গেলে হয়ে যায় কি-বোর্ডের প্রত্যেকটি বাটনে দুটি করে বাংলা অক্ষর আছে একটি উপরে আরেকটি নিচে যার ফলে নিচের অক্ষর লিখতে গেলে উপরের অক্ষর চলে আসে এছাড়াও বাংলা লিখতে গেলে এ জাতীয় অনেক সমস্যার সৃষ্টি হয় তাই আজকে আমি আপনাদের এই সকল সমস্যার সমাধান গুলো দেখাবো-কোন কোন কমান্ডের কারণে এই সকল সমস্যা হয়
সর্বপ্রথম মেনুবার থেকে ফরমেট এ ক্লিক করে ফন্ট এ ক্লিক করুন-
এর ফলে ফন্ট নামক একটি বক্স আসবে নিচের ছবিটি লক্ষ্য করুন-
নিচের ছবিতে লাল বর্ডার দেয়া দাগে লক্ষ্য করুন
বক্সে কোন টিক চিহ্ন দেয়া নেই যদি থাকে তাহলে বাংলা লিখতে সমস্যা হবে ধরে নিলাম Small caps বক্সে টিক চিহ্ন দেয়া আছে তাহলে আমারলিখতে গেলে অঠএঠওএই শব্দ গুলো আসবে তাই এই জাতীয় লেখার কোন সমস্যা হলে Small caps বক্সের টিক চিহ্ন তুলে দিন নিচের ছবিটি লক্ষ করুন-
ধরে নিলাম All caps বক্সে টিক চিহ্ন দেয়া আছে তাহলে আমারলিখতে গেলে অঠএঠওএই শব্দ গুলো আসবে তাই এই জাতীয় লেখার কোন সমস্যা হলো All caps বক্সের টিক চিহ্ন তুলে দিন নিচের ছবিটি লক্ষ করুন-

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই দুটি লেখার অঠএঠও” - “অঠএঠওমধ্যে পার্থক্য কই? পার্থক্য হলো প্রথমটি ছোট সাইজ হয়েছে আর পরের গুলো বড় সাইজ 

ধরে নিলাম Hiden বক্সে টিক চিহ্ন দেয়া আছে হিডেন মানে হলো লুকিয়ে রাখা বা লুকানো এতে যে সমস্যা হবে তা হলো-আপনি যা লিখবেন তা দেখা যাবে না তাই টিক চিহ্নটি তুলে দিননিচের ছবিটি লক্ষ করুন-
আমার লিখলে-আমাও এর সমাধান-
আমি আগেই বলেছি যে কম্পিউটার ইংরেজী ভার্সন এটি ইংরেজি ভালো বুঝে তাই অনেক ক্ষেত্রে দেখা যায় যে, একই ইংরেজি শব্দ বার বার লিখার পরিবর্তে অটো কারেক্ট অপশন চালু করতে হয় যেমন- B”= “Bangladesh এর ফলে আপনি যখন Bলিখে স্পেস দিবেন তখন তা Bangladeshহবে কিন্তু বাংলার ক্ষেত্রে এটি হয় না তাই এই অপশন চালু থাকলে বাংলা লেখার অনেক সমস্যা হয় এবার আসুন জেনে নেই কিভাবে এই সমস্যার সমাধান করবো
প্রথমে মেনুবার থেকে কমান্ড দিন-টুলস এ ক্লিক করে অটোকারেক্ট অপশনস এ ক্লিক করুন নিচের ছবিটি লক্ষ করুন-
অটোকারেক্ট অপশনস নামক একটি বক্স আসবে, ছবিতে লক্ষ করুন-

উপরের ছবিতে লক্ষ করুন যে বক্সে কোন টিক চিহ্ন দেয়া নেই যদি থাকতো তাহলে বাংলা লিখতে গেলে সমস্যা হতো যদি কখন বাংলা লিখতে গিয়ে স্পেস দেবার পরে অন্য কোন বাংলা শব্দ আসে তাহলে অটোকারেক্ট অপশনস গিয়ে সব টিক চিহ্ন তুলে দিবেন তাহলে আর কোন সমস্যা হবে না
অনেক সময় দেখা যায় যে, এটি অপশন থেকেও সমস্যা হতে পারে উপরের সকল কাজ করার পরেও দেখলেন সমস্যার সমাধান হচ্ছে না তখন মেনুবার থেকে টুলস এ ক্লিক করে অপশন এ ক্লিক করুন-
এবার অপশনস নামক একটি বক্স আসবে তাতে আপনাকে Spelling & Grammar এ ক্লিক করতে হবে তাহলে নিচের মত ছবিটি আসবে  
এবার ছবিতে লক্ষ্য করুন যে, দুটি জায়গায় টিক চিহ্ন দেয়া আছে যদি এর বেশি দেওয়া থাকে তাহলে আমার ছবির দেয়া তিনটি টিক বাদে বাকী গুলো তুলে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে

এবার ভালো করে আমার নিচে ছবিটি লক্ষ করুন
 যদি কখন এই জাতীয় লেখা হয়, তাহলে ঘাবড়াবেন না কারণ স্ট্যান্ডার্ড বারে জুম এর আগে একটি কালো কিউ() আছে তাতে ক্লিক করুন দেখবেন সব ঠিক হয়ে গিছে আশা করি বাংলা লিখতে আর কোন সমস্যা হবে না এছাড়াও অন্য কোন সমস্যা হলো আমাকে মোবাইল বা ই-মেইল করে অথবা আমার ব্লগে মন্তব্য করে জানাতে পারেন ইনশাআল্লাহ তারও সমাধান আমি দিব

এম এস অফিস 4205577196136935248

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter