মুক্তিযুদ্ধের সময় লিখা কিছু চিঠি
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। মার্চ মাস, স্বাধীনের মাস। তাই এই স্বাধীনতার মাসে আমি আপনাদের সাথে ...
http://total-sw.blogspot.com/2013/03/blog-post_5565.html
বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছেন। আমি
আল্লাহর রহমতে ভাল আছি। মার্চ মাস, স্বাধীনের মাস। তাই এই স্বাধীনতার মাসে আমি
আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু চিঠি। যেই চিঠিগুলি লিখা হয়েছি মুক্তিযুদ্দের
সময়। একজন মুক্তিযোদ্ধা তার মমতাময়ী মাকে লিখেছে,
লিখেছে তার প্রিয় স্ত্রীকে। হয়তা
এই চিঠি পড়ে তারা কেউ কেউ চোখের জল ফেলেছে। কেউ বা বুকের মাঝে কষ্ট চেপে রেখেছে।
কেউ তার বুকের মানিককে ফিরে পেয়েছে। কেউবা হারিয়েছে। আমরা সবাই খুব ভালো করে জানি
যে ৯ মাস একটানা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন দেশ
পেয়েছি। কিন্তু আমরা কি স্বাধীন মত ঘুরতে পারছি, আমরা কি আমাদের চাওয়া-পাওয়া পূরণ
করতে পারছি। যাইহোক আশা করব সবাই ডাউনলোড করে চিঠিগুলো পড়বেন, সংগ্রহ করে রাখবেন।
অন্যসবার সাথে শেয়ার করবেন। ছোটদের পড়ে শূনাবেন, ওরাও জানুক মুক্তিযুদ্ধের ঘটনা।
আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com