> ফেসবুকের ফ্রেন্ডরিকুয়েষ্ট পেন্ডিং দেখা ও ক্যান্সেল করা | আজমলের ব্লগ
Loading...

ফেসবুকের ফ্রেন্ডরিকুয়েষ্ট পেন্ডিং দেখা ও ক্যান্সেল করা

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভাল আছি। বর্তমান সময় এ ফেসবুক ব্যবহার করেন না এমন খুব কম লোক আছে।   যারা পুর...

বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই কেমন আছে? আমি আল্লাহর রহমতে ভাল আছি। বর্তমান সময় এ ফেসবুক ব্যবহার করেন না এমন খুব কম লোক আছে।  যারা পুরোপুরি ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন না,
তারাও ফেসবুক ব্যবহার করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে  ফেসবুকে ফ্রেন্ডরিকুয়েষ্ট পাঠানো হয়েছে। কিন্তু সেটা কেউ কি গ্রহণ করল কিনা তা কিন্ত সঠিক ভাবে বলা যায় না। তাই আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনি ফ্রেন্ডরিকুয়েষ্ট প্যান্ডিং আছে কিনা দেখবেন এবং তা ক্যান্সেল করতে পারবেন।
প্রথমে আপনি আপনার ফেসবুক একাউন্টে লগইন(প্রবেশ)করুন। তারপরে এই লিংকে ক্লিক করুন- http://apps.facebook.com/friendrequests/ তারপরে নিচের মত ছবিটি দেখতে পাবেন। লাল বর্ডার দেয়া Bulk Load  এ ক্লিক করুন। তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন।

এবার আপনাকে Get Friend Request Data এ ক্লিক করতে হবে।

এর ফলে নতুন ছোট একটি উইন্ডো ওপেন হবে। উপরে বাম কোনায় নিচের মত ছবিটি
এবার এই ঘরে রাখা লিখাগুলো কপি করে Load Friend  Requests এর ঘরে পেস্ট করতে হবে। তারপরে Load Friend  Requests বাটনে ক্লিক করুন নিচের ছবিটি লক্ষ করুন-
 
কিছু সময় অপেক্ষা করুন। আপনার কতগুলো রিকুয়েষ্ট আছে তা সব দেখা যাবে নিচের ছবিটি লক্ষ করুন

এখন আপনি চাইলে এই সব রিকুয়েষ্ট ক্যান্সেল কররে দিতে পারেন। ধন্যবাদ।

আমার আপনাদের ভাল লেগে থাকে তাহলে ফ্রি মেম্বার হবার জন্য সবাই অনুরোধ করব। আর আমাকে ফেসবুকে পাবেন।




All In One 3247077144514044154

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter