> বৈশাখীর উপহার-বাংলাদেশের সকল বাঙালির জন্য-এ এইচ পি আজিম | আজমলের ব্লগ
Loading...

বৈশাখীর উপহার-বাংলাদেশের সকল বাঙালির জন্য-এ এইচ পি আজিম

সকল বাঙালিকে জানাই ১লা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আপনাদের সকলের জন্য নতুন একটি বৈশাখী গান। গানটি লিখেছেন আমার এক বড় ভাই (এ এইচ পি আজিম)।

সকল বাঙালিকে জানাই ১লা বৈশাখের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আপনাদের সকলের জন্য নতুন একটি বৈশাখী গান। গানটি লিখেছেন আমার এক বড় ভাই (এ এইচ পি আজিম)।
যিনি প্রবাশে থাকে। কিন্তু নিজের দেশ ও সংস্কৃতিকে মনের ভিতরে ধরে রেখেছে। তাই তো উনি আমাদের সকল বাঙালিকে এই নতুন বৈশাখী গানটি উপহার দিলো। আশা করি সকলের খুব ভালো লাগবে।





কথা ও সুরঃ এ এইচ পি আজিম
শিল্পীঃ সাজ্জাদ সুমন
মিউজিক: এরফান টিপু

চৈত্র গেল বৈশাখ এলো
বায়ু শন শন
মাদল বাজে দিকে দিকে
দিবা নিশি ক্ষণ!

কৃষ্ণ কাল মেঘ আকাশে
বাতাসে নাচন
বৈশাখী তপ্ত দাহে
ঘরে রয়না মন!
ঘরে ঘরে পান্তা ইলিশ
কৃষ্ণ চূড়ায় মন
রঙে ঢঙে নৃত্য হবে
মাতবে সারাক্ষণ!
চৈত্র গেল বৈশাখ এলো
বায়ু শন শন
মাদল বাজে দিকে দিকে
দিবা নিশি ক্ষণ!!


All In One 3830917030937654185

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter