> আপনার ওয়েব সাইটের যাবতীয় এসইও তথ্য পাওয়ার জন্য একটি সাইট যথেষ্ট- | আজমলের ব্লগ
Loading...

আপনার ওয়েব সাইটের যাবতীয় এসইও তথ্য পাওয়ার জন্য একটি সাইট যথেষ্ট-

বিসমিল্লাহির রাহমানির রাহিম।সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্ব পূর্ণ ওয়েব সাইট তুলে ধরব। যেটা আপনাদের অনেক কাজে আসবে। বর্তমান সময় হচ্ছে প্রযুক্তির। আমরা নিজেদের জন্য অথবা কোম্পানীর নামে বিভিন্ন ওয়েব সাইট তৈরী করে থাকি।
 
 
কিন্তু ওয়েব সাইট তৈরী করলে হবে না। এর প্রচার প্রচারনাও করতে হবে। যার জন্য আমরা এসইও করে থাকি। এসইও বিভিন্ন ভাবে করা হয়ে থাকে। কিছু কিছু ইসইও অন পেজে আর কিছু কিছু অফ পেজে। অন পেজের চেয়ে অপ পেজের এসইও অনেক কষ্ট সাধ্য ব্যপারা। আমরা বিভিন্ন সাইটে আমরা লিংকে দিয়ে থাকি। যাকে ব্যাক লিংক বলে। আবারও কেউ কেউ আছি যারা অন্য কোন প্রতিষ্ঠানকে দিয়ে এই এসইও’র কাজ করিয়ে থাকে। কিন্তু েএত কিছু করার পরেও আপনার ওয়েব সাইটের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। যেমন –ব্যাক লিংক ঠিক মত হলো কিনা, কোন প্রকার ত্রুটি আছে কিনা, আপনার সাইটের আর্টিকেল ঠিক আছে কিনা, ম্যাটা ট্যাগ, লিংক এনালাইজার, পেজ রেক সহকারে আরো অনেক কিছু আছে যেগুলো ঠিক থাকলে আপনার ওয়েব সাইটটি এসইও অনেক দ্রুত আর অনেক বেশি পরিমাণে ভিজিটরি আসবে। কিন্তু এই জাতীয় কাজ গুলো করতে অনেক আপনাকে বিভিন্ন ধরনের টুল ব্যবহার করতে হবে। আমার জানামতে িএই ধরনের প্রায় 50টি টুল আছে। কিন্তু ৫০টি টুল আপনি এক সাথে কোথায় পাবেন চিন্তা করছেন। চিন্তার কিছুই নেই। আপনাদের সকলের সুবির্ধার্থে আমি নিয়ে এসেছি এমন একটি ওয়েব সাইট যেখানে প্রায় 50টি টুল রয়েছে আপনার ওয়েব সাইটের যাবতীয় তথ্য দেখার জন্য। তাই আর দেরি কেন? চট করে ঘুরে আসতে পারেন-http://www.firstseotools.com/। এখানে আপনারা আপনাদের সাইটের সকল কিছু জানতে পারবেন।
 
নিচের কিছু লিংক দিলাম-আশা করি আপনারা এই সব টুলের সঠিক ব্যবহার জানেন।
All In One 7362013118053089808

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মন্তব্য ও চাওয়া-পাওয়া লিখুন অথবা পোষ্টের নাম উল্লেখ করে ই-মেইল করুন-
kabbokatha08@gmail.com

emo-but-icon

হোম item

Total Pageviews

random-posts

Flag Counter